আপনজন ডেস্ক: পুজোর আগে রাজ্যের বিধায়কদের জন্য সুখবর বয়ে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের জন্য এক দপায় ৪০ হাজার টাকা বাড়িয়ে দেওয়ার ঘোষণা দেন। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের বিধায়কদের বেতন অত্যন্ত কম। তাই তাদের মাসিক বেতন ৪০,০০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিধায়করা তাদের বেতনের সঙ্গে অন্যান্য ভাতাও পাবেন। এমনকি বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে থাকার জন্যও অর্থ প্রদান করা হবে। সরকারি বেতন কাঠামো অনুযায়ী, এতদিন বিধায়কদের মাসিক বেতন ছিল ১০,০০০ টাকা। তাদের মাসিক বেতন বৃদ্ধি পেয়ে ৫০,০০০ টাকা হবে। যদিও বেতন, ভাতা-সহ বিভিন্ন খাত বাবদ মাসে ১ লাখ ২১ হাজার টাকা পাবেন বিধায়করা। অন্যদিকে, রাজ্যের প্রতিমন্ত্রীদের এবার থেকে মাসিক বেতন হচ্ছে ৫০,৯০০ টাকা। এতদিন তারা মাসে ১০,৯০০ টাকা বেতন পেতেন। ৪০,০০০ টাকা বেতন বৃদ্ধির ফলে ভাতা-সহ বিভিন্ন খাতে অর্থ মিলিয়ে সার্বিকভাবে মাসে প্রায় ১.৫ লাখ টাকা পাবেন তারা। তবে মুখ্যমন্ত্রী নিজের বেতন বৃদ্ধি করেননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct