আপনজন ডেস্ক: ‘ভারত জোড়ো যাত্রা’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি বৃহস্পতিবার বলেছেন, দেশে ‘ঘৃণা শেষ না হওয়া এবং ভারত ঐক্যবদ্ধ’ হওয়া পর্যন্ত তাঁর যাত্রা চলবে। রাহুল গান্ধী বেশ কিছু দলের নেতাদের সাথে ৪০০০ কিলোমিটারেরও বেশি ভ্রমণ করেছেন এবং এই সময়ে তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে যোগাযোগ করেছেন। গত বছরের ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে যাত্রা শুরু হয়েছিল এবং এই বছরের ৩০ জানুয়ারি শ্রীনগরে শেষ হয়েছিল। এই যাত্রা ১৪৫ দিন স্থায়ী হয়েছিল। রাহুল গান্ধী ট্যুইটারে পোস্ট করেছেন, ‘ভারত জোড়ো যাত্রার একতা ও ভালবাসার দিকে কোটি কোটি পদক্ষেপ দেশের জন্য একটি উন্নত ভবিষ্যতের ভিত্তি হয়ে উঠেছে। এই যাত্রা অব্যাহত থাকবে-যতক্ষণ না ঘৃণা দূর হয়, ভারত ঐক্যবদ্ধ হয় এটাই আমার অঙ্গীকার’। কংগ্রেস ট্যুইটারে বলেছে, ‘দেশ ক্রমাগত মূল্যস্ফীতি ও বেকারত্বের সঙ্গে লড়ছে। রাজনৈতিক রুটি সেঁকতে ঘৃণার আগুন জ্বালানো হচ্ছে। ভাইকে ভাইয়ের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে। কৃষকদের অধিকারের জন্য রাস্তায় নামতে হচ্ছে, যুবকরা চিন্তিত চাকরি নিয়ে। মানুষের কণ্ঠস্বরকে ও গণতন্ত্রকে শ্বাসরোধ করা হচ্ছে। মানুষের দীর্ঘশ্বাস ও হাহাকার শোনার কেউ নেই। ভারত ঘৃণার দেশ নয়, ভালোবাসার দেশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct