এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: অবশেষে পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছরের পয়লা বৈশাখ ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করার পথে এগিয়ে এল। বৃহস্পতিবার রাজ্যের বিধানসভায় এ সংক্রান্ত এক প্রস্তাব পাশ হয়েছে। বিধানসভায় দিনটি পালন করতে প্রস্তাব দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপির বিধায়কদের মধ্যে তুমুল বিতর্কও হয়। শেষমেষ সংখ্যাগরিষ্ঠ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা প্রস্তাব পাশ হয়। উল্লেখ্য, বিভিন্ন রাজ্যে তাদের রাজ্য নিয়ে একটি বিশেষ দিন পালন করা হয়। তবে পশ্চিমবঙ্গে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের জন্য কোনো নির্দিষ্ট দিন ছিল না। আর তাই নিয়ে একটি নির্দিষ্ট দিনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন রাজ্য বিধানসভার অধিবেশনে প্রস্তাব দেন, প্রতিবছর পালিত হবে রাজ্যের দিবস। তিনি এটাকে ‘বাংলা দিবস’ হিসেবে অভিহিত করেন। দুপুরে এই প্রস্তাব নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপির বিধায়কদের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা হয়। অবশেষে ২৯৪ আসনের বিধানসভায় ১৬৭-৬২ ভোটে রাজ্য সরকারের প্রস্তাবটি পাশ হয়। ভোটদানে বিরত থাকেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এছাড়া, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি রাজ্যের গান হিসেবে প্রস্তাব পাশ হয়। বিজেপি এই প্রস্তাবের বিরোধিতা করে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের দাবি জানায়। গত ২৯ আগস্ট বিকেলে এই নাম নিয়ে সিদ্ধান্ত নিতে নবান্নে একটি সর্বদল বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে রাজনৈতিক দলসহ সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা যোগ দেন। অনুপস্থিত থাকেন বিজেপি, কংগ্রেস এবং বাম দলের প্রতিনিধিরা। এই বৈঠকে আলোচনায় অংশ নেন রাজ্যের বিশিষ্টজনেরাও। বৈঠকে পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য অধিকাংশ বিশিষ্টজনেরা পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালনের পক্ষে সায় দেন। যদিও বিজেপি ২০ জুন এই দিনটি পালনের পক্ষে প্রস্তাব দেয়। এ বছরের ২০ জুন রাজভবনেও এবার দিনটি পালনও করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রী এদিন বিজেপির সমালোচনার মুখে চ্যালেঞ্জ করে জানিয়ে দেন, ‘রাজ্যপাল আমাদের এই বিলে সই না করলেও আমাদের কিছু আসে যাবে না। আমরা পয়লা বৈশাখ দিনটি পালন করবই বাংলা দিবস হিসেবে।’ মমতা বলেন, ‘২০ জুন, ১৯৪৭ সালে তো পশ্চিমবঙ্গের জন্মই হয়নি (কারণ সে সময় ভারত স্বাধীন হয়নি)। তাই আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct