নিজস্ব প্রতিবেদক, শালবনী, আপনজন: শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে দ্বিতীয় বার সদ্য দায়িত্ব নিয়েছেন নেপাল সিংহ। আর কলকাতার রাজপথে ছাত্র পরিষদের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর ঠিক করেন, শালবনী ব্লকে অবসরপ্রাপ্ত ও প্রবীণ শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা জ্ঞাপন করবেন। সেই উপলক্ষে আজ শিক্ষক দিবস উপলক্ষে শালবনী ব্লকে সদ্য দায়িত্ব নেওয়া জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতির উপস্থিতিতে প্রায় দেড়শত জন প্রবীণ শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনী ব্লকের বিডিও প্রনয় দাস, জয়েন্ট বিডিও দেবব্রত কোনার,এস আই শৌভিক জানা, বিশিষ্ট সমাজসেবী সন্দীপ সিংহ, গৌতম বেরা, অতনু সিংহ, শিক্ষক তন্ময় সিংহ,শ্যামল মুখার্জি, চন্দন মাসান্ত, সুব্রত দাস, অভিজিৎ ঘোষ, পূজা চ্যাটার্জী, অমিত মারিক প্রমুখ। এই অনুষ্ঠানে জেলার সমস্ত বিদ্যালয় গুলোতে পরিকাঠামো উন্নয়নের জন্য কাজ করার আশ্বাস দেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি ও শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ সকলকে ধন্যবাদ জানিয়ে সমাজে শিক্ষক সমাজের মর্যাদা রক্ষার আহ্বান জানান.সন্দীপ সিংহ উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের, সকল আয়োজকদের পাশাপাশি অনুষ্ঠানে র সঞ্চালক বিশিষ্ট কবি কৃষ্নেন্দু ঘোষ ও বাচিক শিল্পী তথা পঞ্চায়েত সমিতির সদস্য পায়েল সামন্ত কে ধন্যবাদ জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct