সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সংবর্ধনা ও এলাকার দুঃস্থ মানুষদের সহায়তা, শিশু শিক্ষার্থীদের উপহার প্রদান ও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের নতুন সূর্য ওয়েলফেয়ার সোসাইটি। মঙ্গলবার ভাঙড় ১ নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলের মরিচা গ্রামে উৎযাপন ও সহায়তা প্রদান অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এদিন শিক্ষক সম্মাননা গ্রহণ করেন ভাঙড় উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষারত্ন সন্ধা মন্ডল, কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জয়ীতা দাস, শিক্ষক মাগফেরুল ইসলাম, সিদ্ধার্থ মুখোপাধ্যায়, গোপাল বিশ্বাস, সৌরদ্বীপ ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেয়া ইসলাম। সহযোগিতা করেন নতুন সূর্য সংস্থার সম্পাদক আরবিনা পারভীন। এদিন ভাঙড়ের দুই কৃতী শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে সাকিবা খাতুন ও মাধ্যমিকে সুদীপ্ত গাইনকে সংবর্ধিত করা হয়। অর্থ সহায়তাও করা হয়। দুঃস্থ অসহায়দের হাতে মশারী ও ছাতা বিতরণ করা হয়। এছাড়া শিশু শিক্ষার্থীদের হাতে বই, খাতা, ব্যাগ, ইরেজার, পেনশিল ইত্যাদি তুলে দেওয়া হয়। পাশাপাশি এদিন শিশু শিক্ষার্থীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুটি বিভাগে প্রথম তিন জন করে ৬ জন স্থানাধীকারী প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct