নকীব উদ্দিন গাজী, সাগর, আপনজন: ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল গঙ্গাসাগর এর এক যুবকের। মৃত যুবক বছর আটত্রিশের জামাল শেখ। বাড়ি গঙ্গাসাগরের খান সাহেব আবাদ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত ৯ মাস আগে কেরলে একটি ঠিকাদার সংস্থার অধীনে রাজমিস্ত্রির কাজ করতে যায় জামাল। মঙ্গলবার কাজ করার সময় উঁচু বিল্ডিং থেকে পড়ে যায় । এরপর সহকর্মীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যায় । কিন্তু হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি । কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । জামালের পরিবারের কাছে এই মৃত্যুর খবর আসার পরেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। পরিবারের একমাত্র রোজগেরে ছিল সে। পরিবারের পাশে দাঁড়াতে, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করত জামাল। পরিবারের দাবি, এ রাজ্যে কাজ নেই তাই সংসার টানতেই জামাল ভিন রাজ্যে কাজ করার উদ্দেশ্যে পাড়ি দেয়। এ বিষয়ে ওই পরিবারের এক সদস্য শেখ করিম বলেন, পরিবারের হাল ধরতে জামাল কাজে যেতে শুরু করে ভিন রাজ্যে। এবার বছর খানেকের জন্য কাজে গিয়েছিল কেরালাতে। ও বরাবরই হাসিখুশিতেই থাকতো। হাসতে হাসতে জামাল বলেছিল, এই তো কয়েক মাস পরেই ফিরে আসব । কিন্তু আর ফিরে এলো না। ফিরল তার নিথর দেহ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct