আজিম শেখ, রামপুরহাট, আপনজন: চিকিৎসার গাফিলতিতে প্রসুতি মৃত্যুর অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে ছুটে যাই রামপুরহাট থানার পুলিশ। হাসপাতাল সুপার এর কাছে লিখিত অভিযোগ দায়ের করতে চলেছে নিহতের পরিবার।। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয়নি। মঙ্গলবার বিকালে প্রতিবেশী জেলা মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত রসুলপুরের গৃহবধূ শম্পা প্রামানিক প্রসব যন্ত্রণা নিয়ে বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। হাসপাতাল ও পরিবার সূত্রে খবর, রাত্রেই সন্তান জন্ম দেয় ওই প্রসূতি। সবকিছুই ঠিকঠাক ছিল। পরিবারের দাবি, রাত বাড়তেই অসুস্থ উপলব্ধি করে শম্পা প্রামাণিক। খুব স্বাভাবিকভাবেই চিৎকার চেঁচামেচি ও শুরু করে দেন তিনি। পরিবারের লোকজন হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের জানালে। দুইজন নার্স বলেন, কিচ্ছু হয়নি। নাটক করছে চুপ করান। এমত অবস্থায় বুধবার সদ্য সন্তান জন্ম দেওয়া বধূ শম্পা প্রামানিকের মৃত্যু হয়। খুব স্বাভাবিকভাবেই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় উত্তেজনার পরিবেশ তৈরি হয় হাসপাতাল চত্বরে। পরিস্থিতি সামাল দেয় রামপুরহাট থানার পুলিশ। প্রসূতি মৃত্যুর ঘটনায় চিকিৎসার কোন গাফিলতি ছিল না দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে সুপার পলাশ দাস জানিয়েছেন, চিকিৎসার কোনরকম গাফিলতি ছিল না। সমস্ত রকমের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। তবে কি কারণে আচমকায় মৃত্যু হল সেটা আমাদের বুঝে উঠতে সময় লেগেছে। সে কারণেই মৃত্যু হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct