আপনজন ডেস্ক: পরিবহণ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে উঠছে ঘানার মতো উন্নয়নশীল দেশে। যানজট, উত্তাপ, দূরত্বের মতো কারণে আক্রার মানুষের সমস্যার শেষ নেই। বিশেষভাবে তৈরি ই-বাইক এই সমস্যা কিছুটা হলেও কমাতে পারছে। ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, ঘানার রাজধানী আক্রায় পরিবহণ ব্যবস্থা এখন দুঃস্বপ্নের মতো। বেশিরভাগ সময়েই গরম থাকে। এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্বও অত্যন্ত বেশি। নিজে গাড়ি চালালে অথবা গণ পরিবহণ ব্যবস্থা ব্যবহার করলে যানজটে দীর্ঘ সময় বসে থাকতে হয়। বিশেষ করে ব্যস্ততম সময়গুলোতে যাতায়াতের সময় তিন গুণ বেশি হতে পারে। ফলে ঘানার মানুষ আরও বেশি করে দুই চাকার যানের দিকে ঝুঁকছেন। লরেন্স আগইয়েই একজন পেশাদার সাইক্লিস্ট। বহু বছর ধরে তিনি ভিন্ন ধরনের ই-বাইক তৈরি করছেন। লরেন্স বলেন, ‘‘আমার বাইকের বিশেষত্ব হলো, প্রথমত আমি খারাপ হয়ে যাওয়া রিসাইকেল্ড ল্যাপটপ ব্যাটারি ব্যবহার করি। দ্বিতীয়ত আমি সেটির জন্য উচ্চ মানের যন্ত্রাংশ কিনি। সেগুলি খুবই শক্তিশালী। যেমন চীনা ফ্রেমের তুলনায় সেটি অনেক বেশি মজবুত। খুব কম বয়সেই আমি সেই কাজ শুরু করি। তখন বয়স সম্ভবত ১১ ছিল। মিউজিক ভিডিওয় মানুষকে ই-স্কুটার চালাতে দেখে নিজেই এমন একটি যান তৈরির সাধ হয়েছিল। তখন থেকেই এই ই-বাইক তৈরির পথে অগ্রসর হলাম।’’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct