আপনজন ডেস্ক: রুশ বেসামরিক সেনাবাহিনী ওয়াগনারকে সন্ত্রাসী সংগঠন বলে চিহ্নিত করার পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্য। কোনো ব্যক্তি ওয়াগনারে যোগ দিলে অথবা তাকে সমর্থন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রশাসন। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। কোনো ব্যক্তি ওয়াগনার বাহিনীতে যোগ দিলে অথবা তাদের সমর্থন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রশাসন। বুধবারই এসংক্রান্ত বিল পার্লামেন্টে পেশ হওয়ার কথা। পার্লামেন্টে এটা পাস হয়ে যাবে বলেও মনে করা হচ্ছে। বিলে বলা হয়েছে, ওয়াগনার বাহিনী লুট, হত্যা এবং অত্যাচারের সঙ্গে যুক্ত। ইউক্রেন এবং আফ্রিকার কোনো কোনো দেশে তারা সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে। এ কারণেই সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে চায় যুক্তরাজ্য। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রসচিব বলেছেন, ‘ওয়াগনার বাহিনী হিংসাত্মক এবং ধ্বংসাত্মক... রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি সামরিক হাতিয়ার।’ তিনি আরো বলেন, ‘ইউক্রেন এবং আফ্রিকায় এদের কাজ বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি।’ স্বরাষ্ট্রসচিব সুয়েলা ব্র্যাভারম্যান বলেন, ‘ওয়াগনার এমন অস্থিতিশীল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে শুধু ক্রেমলিনের রাজনৈতিক লক্ষ্য পূরণের উদ্দেশ্যে। তারা সন্ত্রাসী এবং এই নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাজ্যের আইনে তা পরিষ্কার করা হবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct