আপনজন ডেস্ক: গত বছরের একই মাসের তুলনায় চলতি বছরের আগস্টে অ্যামাজন বন উজাড়ের পরিমাণ কমেছে ৬৬ শতাংশের বেশি। মঙ্গলবার দুটি নতুন আদিবাসী এলাকা সংরক্ষণের সীমানা ঘোষণা করার সময় এ কথা বলেছে ব্রাজিল সরকার। খবর এএফপির।ব্রাজিলের পরিবেশমন্ত্রী মেরিনা সিলভা আমাজন দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে বলেছেন, ‘আগস্ট মাসে, বিশ্বের বৃহত্তম রেইনফরেস্টের ব্রাজিলের অংশে আমরা বন উজাড়ের ক্ষেত্রে ৬৬ দশমিক ১১ শতাংশ হ্রাস করতে পেরেছি।’ জুলাই-আগস্ট মাস অ্যামাজনের জন্য গুরুত্বপূর্ণ। এই সময়টায় সাধারণত শুষ্ক আবহাওয়া থাকার কারণে বন উজাড় হয়।ব্রাজিলের মহাকাশ গবেষণা ইনস্টিটিউট আইএনপিই-এর স্যাটেলাইট পর্যবেক্ষণ অনুসারে, ব্রাজিলিয়ান অ্যামাজনে বন উজাড়ের ফলে ১ হাজার ৬৬১ বর্গকিলোমিটার এলাকা ২০২২ সালের আগস্টে নিশ্চিহ্ন হয়ে গেছে। তখন সময়টা ছিল ডানপন্থী জাইর বলসোনারোর মেয়াদের শেষ বছর। বলসোনারো (২০১৯-২০২২) শক্তিশালী কৃষিব্যবসা শিল্পের সহযোগী। বন ধ্বংসের জন্য তাকে অনেকটাই দায়ী করা হয়। তিনি অ্যামাজন বন উজাড় বৃদ্ধির পেছনে নেতৃত্ব দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct