আপনজন ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৭ জন সেনাসদস্য। বাকিরা স্বেচ্ছাসেবক যোদ্ধা। সোমবার রাতে এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, আফ্রিকার এ দেশটির উত্তরাঞ্চলে বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের সময় এ প্রাণহানি ঘটে।প্রতিবেদনে বলা হয়েছে, দেশের উত্তরে বিদ্রোহী যোদ্ধাদের সাথে ভারী সংঘর্ষের সময় বুরকিনা ফাসোর নিরাপত্তা বাহিনীর অন্তত ৫৩ সদস্য নিহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। সেনাবাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, গত সোমবার ইয়াতেঙ্গা প্রদেশের কৌমব্রি এলাকায় ‘আক্রমণের’ পর ১৭ জন সৈন্য এবং সেনাবাহিনীকে সহায়তাকারী ৩৬ জন স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন। ২০১৫ সাল থেকে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হামলা মোকাবিলায় রীতিমতো সংগ্রাম করছে বুরকিনা ফাসো। সশস্ত্র এসব গোষ্ঠীগুলোর বেশিরভাগই জঙ্গিগোষ্ঠী আল কায়দা এবং আইএস’র সঙ্গে সম্পৃক্ত। এছাড়া গত এক দশকে আফ্রিকার এই দেশটিতে সহিংসতা অনেক বেড়েছে এবং জোরালো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct