আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: নদিয়ার রাস্তায় প্রতিনিয়ত উঠছে তীব্র ধুলো, শ্বাসকষ্টে ভুগছে শিশুরা, নিত্যযাত্রী থেকে শুরু করে অতিষ্ঠ হয়ে উঠছে ব্যবসায়ীরা। সমস্যার কথা দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিও কোন লাভ হয়নি, অবশেষে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় ব্যবসায়ীদের। ঘটনাটি এদিন নদীয়ার শান্তিপুর গোবিন্দপুর বাইপাস মোড়ের। ব্যবসায়ীদের অভিযোগ, জাতীয় সড়কের পাশে রয়েছে প্রায় ৪০ টি দোকান, এছাড়াও রয়েছে একটি বাস স্ট্যান্ড, যেখানে নিত্যযাত্রী থেকে শুরু করে দোকানে ক্রেতারা আসতে পারছেন না, একমাত্র ৩৪ নম্বর জাতীয় সড়কের ধুলোর কারণে। কেউ মুখে গামছা বেঁধে ব্যবসা করেন, কেউ আবার মুখে মাস্ক পড়ে দাঁড়িয়ে থাকেন যানবাহনের অপেক্ষায়। স্থানীয় বাসিন্দা জগবন্ধু সরকার,অভিযোগ শিশুরা পর্যন্ত ধুলোর কারণে শ্বাসকষ্ট ভুগছে, আর প্রবীণরাও অতিষ্ঠ ধুলোর কারণে। পূর্ত দপ্তরের অধীনে চলছে ৩৪ নম্বর জাতীয় সড়কের কাজ, একদিকে যেমন রাস্তার সম্প্রসারণের কাজ চলছে অন্যদিকে তৈরি হচ্ছে যানজট, তাতেই তো একপ্রকার নাজেহাল হয়ে পড়ছে পথচারী থেকে শুরু করে সাধারণ মানুষ। তার উপর আবার রাস্তার ধুলোর যন্ত্রণা। এই যন্ত্রণা থেকে রেহাই পেতেই ধৈর্যচ্যুত হয়ে আজ প্রায় ৪০ মিনিট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় চল্লিশটি দোকানের ব্যবসায়ীরা। খবর পেতেই ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ, এরপর ব্যবসায়ীদের সাথে কথা বলে। তবে পুলিশের আশ্বাসে পরবর্তীতে অবরোধ তুলে নেয় ব্যবসায়ীরা। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, অবিলম্বে তাদের এই যন্ত্রণার সমস্যা যদি সমাধান না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর পদক্ষেপ নেবেন তারা। বাসস্ট্যান্ড দাঁড়িয়ে থেকে গাড়ি ধরবার মতো ক্ষমতা নেই যাত্রীদের এত পরিমান ধুলো বালি উড়তে থাকে তাতে মানুষের স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct