আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের মুসলিমদের নিয়ে অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে কাজ করছে বেসরকারি সংস্থা ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা (আইএসএনএ)। গত ১-৪ সেপ্টেম্বর এর ৬০তম বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শিকাগো সিটির ইলিনয়ে আইএসএনএ-এর সম্মেলনে ২৫ হাজারের বেশি দর্শনার্থীর আগমন ঘটে। শিকাগোভিত্তিক বেসরকারি টিভি চ্যানেল ডাব্লিওজিএন এ তথ্য জানিয়েছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল, ‘৬০ বছরের পরিষেবা : সামনে এগিয়ে চলার প্রেরণা’। এতে যুক্তরাষ্ট্রে মুসলিমদের আলোকিত ভবিষ্যৎ বিনির্মাণ এবং তাদের জন্য সংস্থাটির গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরা হয়। সম্মেলনটি মুসলিমদের ধর্মীয় শিক্ষা, উদযাপন ও একত্র হওয়ার দুর্দান্ত সুযোগ তৈরি করেছে। ধর্মীয় আলোচনার পাশাপাশি তাতে পরিবেশ বিপর্যয়, মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ, রোহিঙ্গা ইস্যু ও ফিলিস্তিন সংকটসহ আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হয়। এতে বক্তা, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞ ব্যক্তিত্বরা গুরুত্বপূর্ণ আলোচনা প্রদান করেন। এবারের সম্মেলনে আলোচকদের মধ্যে ছিলেন ইউরোপ ও আমেরিকার প্রভাবশালী ইসলামী ব্যক্তিত্বরা। তাঁদের মধ্যে রয়েছেন ড. ইয়াসির কাদি, শায়খ হামজা ইউসুফ, ইমাম জায়েদ শাকির, শায়খ ড. আকরাম নদভি, উস্তাদ ইয়াহইয়া রুদুস, শায়খ ওয়ালিদ বাসয়ুনি, শায়খ আবদুল্লাহ ইদরিস আলী, ডালিয়া মুজাহিদ, উসতাদা ইয়াসমি মুজাহিদসহ ২১ জন ইসলামিক স্কলার্স।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct