আপনজন ডেস্ক: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের উদ্যোগে বিনামূল্যে প্রাতঃরাশ স্কিম চালু করার পর কারুরে বাবা-মায়েরা তাদের সন্তানদের এক দলিত মহিলার তৈরি প্রাতঃরাশ খেতে দিচ্ছেন না। সর্বশেষ ঘটনাটি ঘটেছে কারুর জেলার ভেলানচাত্তিয়ুরের একটি পঞ্চায়েত ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ে। অর্ধেক শিক্ষার্থীর বাবা-মা তাদের সন্তানদের দলিত রাঁধুনি-সুমতির রান্না করা সকালের নাস্তা খাওয়ার বিষয়ে আপত্তি জানান। খবর পেয়ে কারুরের জেলা কালেক্টর প্রভু শঙ্কর স্কুলে যান এবং সকালের নাস্তা করেন। তারপরে তিনি সেই বাবা-মাকে তলব করেছিলেন যারা তাদের বাচ্চাদের সুমতির রান্না করা খাবার খেতে বাধা দিয়েছিলেন এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (নিপীড়ন প্রতিরোধ) আইনে মামলা দায়ের সহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। যদিও বেশিরভাগ বাবা-মা তাদের বাচ্চাদের তার রান্না করা প্রাতঃরাশ খেতে দিতে সম্মত হন, অন্যরা প্রতিরোধ চালিয়ে যান। পুলিশ তাদের ডেকে নিয়ে কঠোর সতর্কতা জারি করে।উল্লেখ্য, কিছুদিন আগে তিরুপুরের একটি সরকারি স্কুলের ছাত্রীরা এক দলিত মহিলার তৈরি ব্রেকফাস্ট স্পর্শ করতে অস্বীকৃতি জানায়। তিরুপুরের কলিঙ্গরায়নপালায়াম পঞ্চায়েত প্রাথমিক বিদ্যালয়ের ৪৪ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ১২ জন প্রাতঃরাশ খেয়েছে। এর কারণ, হল সকালের খাবার তৈরি করেছেন দলিত রাঁধুনি দীপা। অভিভাবকরা স্কুলের কাছ থেকে ট্রান্সফার সার্টিফিকেট চেয়েছিলেন এবং তিরুপুর জেলা কালেক্টর টি ক্রিস্তুরাজ হস্তক্ষেপ করেছিলেন এবং বাবা-মাকে সতর্ক করেছিলেন যে যদি তারা তাদের বাচ্চাদের কোনও দলিত মহিলার তৈরি খাবার খেতে না দেয় তবে তাদের মারাত্মক পরিণতি হবে। এর পরে বাবা-মা সম্মত হন এবং প্রকল্পটি তিরুপুরে ইতিবাচকভাবে চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct