আপনজন ডেস্ক: দিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ শীর্ষ সম্মেলন। আর সেই সম্মেলনে বিদেশের অতিথিদের নৈশভোজের আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র পরিবর্তে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ উল্লেখ করায় বিতর্ক শুরু হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জারি করা সেই আমন্ত্রপত্র ঘিলে জোর জল্পনা, তাহলে কি সংসদের বিশেষ অধিবেশনে ‘ইন্ডিয়া’র নাম বদলে ’ভারত’ হিসেবে অভিহিত করা হবে। এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশের নাম বদল নিয়ে সোশ্যাল মিডিয়া ট্যুইটার (‘এক্স’)-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির চরম সমালোচনা করে লিখেছেন, ‘ভারত বনাম ইন্ডিয়া আসলে বিজেপির দ্বারা সংগঠিত একটি বিভ্রান্তি মাত্র। আসল ইস্যুগুলি থেকে নজর ঘুরিয়ে দিতে চাইছে। আসুন আমরা এই প্ররোচনায় পা না দিয়ে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলি। সরাসরি আক্রমণ করি আকাশছোঁয়া দাম, ব্যাপক মূদ্রাস্ফিতি, সাম্প্রদায়িক বিভাজন, বেকারত্ব, সীমান্ত বিরোধ, ডাবল ইঞ্জিন সরকারের শূন্যতা এবং জাতীয়তাবাদের ফাঁকা আওয়াজের জন্য।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct