নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: কালিয়াচক ৩ ব্লকের আকন্দবাড়িয়া এস,সি হাইস্কু্লে ক্ষক দিবস উপলক্ষে হাইস্কুল প্রাঙ্গনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন প্রাক্তন প্রধান শিক্ষক লক্ষণ চন্দ্র চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক চন্দনা সরকার। এছাড়া ও ছিলেন গোলাপগঞ্জ ফাঁড়ির ওসি চন্দন কুমার সিংহ,জেলা পরিষদের সদস্য প্রতিভা সিংহ, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিউর রহমান প্রমূখ। স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকারা কবিতা আবৃতি, নাচ, গান পরিবেশন করে দর্শক শ্রোতাদের মুগ্ধ করে। স্কুলের খুদে ছাত্রছাত্রীদের নৃত্য সকলের হাত তালি কুড়ায়। এদিন ৫০ জন বিভিন্ন ক্ষেত্রে প্রাক্তন শিক্ষক শিক্ষিকা দের সংবর্ধনা দেওয়া হয়। সঙ্গে স্কুলের নিট উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানান হয়। আকন্দবাড়িয়া এস সি হাইস্কুলের বিশিষ্ট শিক্ষক মোস্তাক আলি তাঁর কর্মজীবন শেষ করে অবসর নিয়েছেন। এদিন মোস্তাক আলিকেও বিদায় সম্বর্ধনা জানানো হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিউর রহমান বলেন, সর্বপল্লী রাধাকৃষ্ণন কে সম্মান জানিয়ে শিক্ষক দিবস পালন করা হয়েছে। সেই সঙ্গে ৫০জন বয়স্ক প্রাক্তন ছাত্র-ছাত্রী,প্রাক্তন শিক্ষক ও কৃতি ছাত্র-ছাত্রীদের কে সম্বর্ধনা জানানো হয়েছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়। এলাকায় খুঁজে অবসরপ্রাপ্ত বহু প্রবীণ শিক্ষক-শিক্ষিকা দের এক ই ছাতার তলে এনে বিদায় অনুষ্ঠান হলও মিলনক্ষেত্রে পরিণত হয়। এলাকার বিধায়িকা চন্দনা সরকার বলেন, এই স্কুলে প্রতি বছরই সুন্দর অনুষ্ঠান করা হয়। আজকেও শিক্ষক দিবস উপলক্ষে খুব ভালো অনুষ্ঠান করা হয়েছে। এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত বিশিষ্টজনরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct