মনজুর আলম গাজী, মগরাহাট, আপনজন: রাজ্যজুড়ে সাড়ম্বরে শিক্ষক দিবস উদযাপন হল। বিশিষ্ট শিক্ষক ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লি ড: রাধাকৃষ্ণনের ছবিতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় শিক্ষক দিবস উদযাপন। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ২নম্বর ব্লকের এন আর ন্যাশনাল একাডেমিতে। ডক্টর রাধাকৃষ্ণণ এর জন্মদিন উপলক্ষে এই দিনটাকে পালিত হয়ে আসছে শিক্ষক দিবস। এ দিনে স্কুলের ছাত্র-ছাত্রীরা সমস্ত শিক্ষকদের পুরস্কারের মাধ্যমে সংবর্ধনা জ্ঞাপন করলেন। তারই পাশাপাশি বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান, কবিতা আবৃত্তি। শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পাদক রহমাতুল্লাহ মোল্লা বলেন, শিক্ষকরা হল সমাজ গঠনের হাতিয়ার, সমাজের মেরুদন্ড হলো এই শিক্ষকরা, ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষকদের যথাযথ মর্যাদা দিতে হবে ভালো ছাত্র তৈরীর পিছনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। অপরদিকে, মগরাহাট মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল স্কুলে সাড়ম্বরে পালিত হল শিক্ষক দিবস ও যুগদিয়া হাই মাদ্রাসায় পালিত হল শিক্ষক দিবস, তারই পাশাপাশি চলল সাংস্কৃতিক অনুষ্ঠান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct