শামিম মোল্যা, বসিরহাট, আপনজন: বাদুড়িয়া থানার চাতরা নেতাজী বালিকা শিক্ষা নিকেতন ৭৫ বছর পূর্তি উজ্জাপন চললো গত বেশ কিছুদিন ধরে। সোমবার ছিল শেষ দিন। এদিন স্কুলে রক্তদান শিবিরের আয়োজন করা হয় স্কুলের বেশ কিছু ছাত্রী রক্তদানে অংশ নেয়। সেই সঙ্গে স্কুলের বিভিন্ন কৃতি ছাত্রীদের পুরস্কৃত করা হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সোমা ঘোষ চক্রবর্তী জানান, ডেঙ্গি,প্ল্যাস্টিক দূষণ, বাল্য বিবাহ নিয়ে সচেতনত করতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান হয়। ছাত্রীদের হাতে তৈরি বিজ্ঞান প্রদর্শনী ও হস্তশিল্প প্রদর্শনীও হয়। সেই সঙ্গে বিদ্যালয়ের তরফে “বর্ণিকা” নামে একটি দেওয়াল পত্রিকা প্রকাশ করা হয়েছে। বই মেলারও আয়োজন করা হয় স্কুলে। স্কুলের ছাত্রী ও শিক্ষিকারা মিলিত ভাবেও একটি অনুষ্ঠান করেন। ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নত করতে প্রদর্শনীর আয়োজন স্কুলে। বছর বছর এই প্রদর্শনীর মাধ্যমেই স্কুলের ছাত্র-ছাত্রীদের উন্নতি ঘটছে। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা জানান, শুধু অঙ্ক বা বিজ্ঞান নয়। এই মডেল প্রদর্শনের মাধ্যমে শিক্ষা দান সকল বিষয়ে হওয়া দরকার। আমার স্কুলে ১৯ ছাত্রী রয়েছে। এই পন্থায় খুব সহজেই এক বন্ধুর থেকে শিক্ষালাভ করতে পারে আরেক বন্ধু। অনেক সময় এই শিক্ষালাভ বেশি কার্যকরী হয়। কয়েক বছর আগে থেকেই এই প্রদর্শনী শুরু হয়। করোনার সময় থমকে ছিল। তবে এই বছর থেকে আবার সেই পুরনো ছন্দে অনুষ্ঠিত হচ্ছে। এতে দারুণভাবে উৎসাহিত ছাত্রীরা। আগামী দিনে এই প্রদর্শনী বৃহৎ আকারে অনুষ্ঠিত করার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রধান শিক্ষিকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct