নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক শিক্ষকরা মঙ্গলবার দুপুর ১ টায় হাওড়া বাস স্ট্যান্ডে অভিনবভাবে প্রতিবাদে সামিল হলেন, বাটি হাতে ভিক্ষা করলেন ও ছাগল চরালেন। এদিন তারা বাসে উঠে ভিক্ষাও করলেন। বিক্ষোভকারী জানান, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ৭২৬ টি সরকার ও সরকার পোশিত উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন হাতে কলমে শেখার বিষয়গুলি চলছে ২০১৩ সাল থেকে, বিষয়গুলি হলো : অটোমোটিভ, রিটেল, হেল্থ কেয়ার, ইনফরমেশন টেকনোলজি, বিউটি এণ্ড ওয়েলনেস, প্লাম্বিং , ইলেকট্রনিক্স, কনস্ট্রাকশন ইত্যাদি । ২০১৩ সাল থেকে এই বিষয়গুলি চলছে কিন্তু শিক্ষকদের বিভিন্ন প্রাইভেট এজেন্সী দিয়ে নিয়োগ হয়েছে, যার ফলে শিক্ষকরা বহুদিন ধরে সময়মতো বেতন না পাওয়ার অভিযোগ করে আসছেন, আন্দোলনও করছেন কিন্তু তবুও সুরাহা মেলেনি। শিক্ষকদের অভিযোগ যখন তখন প্রাইভেট এজেন্সীরা চাকুরি থেকে শিক্ষকদের ছাঁটাই করছে। ছাত্র ছাত্রীদের পাঠ্যপুস্তক মিলছে না, ল্যাব পরিকাঠামো ঠিকমতো গড়ে ওঠেনি। এনএসকিউএফ শিক্ষক পরিবারের রাজ্য যুগ্ম সম্পাদক নির্মল মন্ডল বলেন “ অবিলম্বে যাঁরা চাকুরী করছি তাঁদের প্রাইভেট এজেন্সী সরিয়ে চাকুরীর স্থায়ীকরণ, বেতন কাঠামো ও বেতন বৃদ্ধি সহ ছাঁটাই হওয়া শিক্ষকদের বিদ্যালয়ে পুনর্বহাল করে সম্মান ফিরিয়ে দিতে হবে। শিক্ষক দিবসে বিদ্যালয়ে সম্মান নেই, তাই বাটি হাতে ভিক্ষাবৃত্তি ও ছাগল চরালাম শিক্ষক হয়ে। অবিলম্বে এই বঞ্চনার অবসান থেকে মুক্তি দিক রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী”।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct