নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: সদ্য গঠন হয়েছে পঞ্চায়েত বোর্ড পঞ্চায়েত তৃণমূলের দখলে আসতেই কংগ্রেসে শুরু হয়েছে ভাঙন। আবারো হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের আরো এক মেম্বার তৃণমূলে যোগদান করলেন বলে খবর।জানা গিয়েছে ,রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রামশিমুল ৫৯ নং বুথের কংগ্রেসের মেম্বার মহম্মদ রাহেব প্রায়দুই শতাধিক কংগ্রেস কর্মীকে নিয়ে সোমবার রাতে তৃণমূলে যোগদান করেন। হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের সভাপতি মানিক দাসের উপস্থিতে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলী খাতুন,উপ প্রধান একরামুল হক ও অঞ্চল সভাপতি আব্দুল কাদের এর হাত ধরে তৃণমূলে যোগদান করেন বলে খবর।উল্লেখ্য,এবার পঞ্চায়েত নির্বাচনে ২১ আসন বিশিষ্ট রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে শাসক দল নয়টি,কংগ্রেস পাঁচটি,সিপিএম ছয়টি এবং নির্দল একটি আসনে জয়লাভ করেন।কিন্তু বোর্ড গঠনের দিন এই শাসক দলের নয় জন ও নির্দলের একজন সদস্যের সমর্থনে কংগ্রেস থেকে নির্বাচিত প্রার্থী লাভলী খাতুন প্রধান হয়ে যান।কার্যত এই ঘটনায় রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়ে যায় জোটের।আর এই ঘটনার একমাস কাটতে না কাটতেই আবার কংগ্রেসের আরেক মেম্বার সোমবার রাতে তৃণমূলে যোগদান করেন।এদিন শাসকদলের পতাকা হাতে নিয়ে মহম্মদ রাহেব বলেন,’দিদির উন্নয়নের জোয়ার দেখে তিনি শাসক দলে যোগদান করলেন।আগামী দিনে বুথের উন্নয়নে মানুষের জন্য কাজ করবেন।মহম্মদ রাহেব এর যোগদানের ফলে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত কার্যত শাসকদলের দখলে চলে আসল। অঞ্চল সভাপতি আব্দুল কাদের বলেন, ‘রাহেবের তৃণমূলে যোগদানের ফলে তৃণমূলের শক্তি বৃদ্ধি পেল। আরো কয়েকজন কংগ্রেসের মেম্বার তৃণমূলে আসার জন্য যোগাযোগ শুরু করে দিয়েছেন।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct