আপনজন ডেস্ক: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে উত্তর কোরিয়াকে চড়া মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছে ওয়াশিংটন। পিয়ংইয়ংয়ের সঙ্গে মস্কোর সম্ভাব্য অস্ত্র সরবরাহ চুক্তির আলোচনার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এই সতর্কবার্তা দিয়েছেন।মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান জানান, যুক্তরাষ্ট্রের কাছে তথ্য আছে যে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে অস্ত্র ক্রয়-বিক্রয়সংক্রান্ত আলোচনা সক্রিয়ভাবে এগিয়ে যাচ্ছে। একটি আধুনিক সার্বভৌম রাষ্ট্রের অঞ্চল দখলের চেষ্টায় এবং শস্যের গুদাম ও শহর উষ্ণ রাখার অবকাঠামোগুলোতে আক্রমণে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহের ফলাফল উত্তর কোরিয়ার জন্য ভালো হবে না। এর জন্য দেশটিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে চড়া মূল্য দিতে হবে।’এর আগে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, চলতি মাসেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন। এই সাক্ষাতে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দিয়ে সাহায্য করার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। কিম জং উন সম্ভবত অস্ত্রসজ্জিত ট্রেনে ভ্রমণ করেন। তিনি অবশ্য বরাবর তা-ই করেন। এর আগে চীন সফরের সময়ও তিনি ট্রেনে ভ্রমণ করেছিলেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু গত জুলাইয়ে এক সফরে উত্তর কোরিয়াকে অস্ত্র ও গোলাবারুদ বিক্রিতে রাজি করানোর চেষ্টা করেছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct