আপনজন ডেস্ক: মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে কুরআন তিলাওয়াত বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কিরগিজস্তানের রাজধানী বিশকেক শহরের ইমাম সারাখসি মসজিদে এর আয়োজন করে কিরগিজ ইফতা বোর্ড। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ২৫টি দেশ অংশ নেয়।দুই দিনব্যাপী প্রতিযোগিতার বিপরাক প্যানেলের প্রধান ছিলেন শায়খ ড. আহমদ আল-মাসারাবি।চূড়ান্ত প্রতিযোগিতার পর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে পাকিস্তানি শিক্ষার্থী মুহাম্মদ নাফিদ, বসনিয়ার শিক্ষার্থী মুহাম্মদ আমিন মাওয়ালিদি ও মালয়েশিয়ার আহমদ আকিল বিন আহমদ শুকরি।বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণকালে কিরগিজস্তানের মুফতি শায়খ জমির রাকিফ বলেছেন, ‘পবিত্র কুরআন নিয়মিত পাঠ করা ও জীবনে এর শিক্ষা বাস্তবায়ন করা সব মুসলিমের কর্তব্য। তিন বছর ধরে কিরগিজস্তানে বিভিন্ন দেশের অংশগ্রহণে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।প্রথম বছর ১২টি দেশ, দ্বিতীয় বছর ১৬টি দেশ এবং তৃতীয় বছর ২৫টি দেশ এ প্রতিযোগিতায় অংশ নেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct