অভিনেত্রী জাইরা ওয়াসিমের বলিউড ছাড়াকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না বিতর্কীত লেখিকা তসলিমা নাসরিন। অনেকের দাবি, জাইরা ওয়াসিম বলিউড ছেড়েছেন তাঁর নিজের ইচ্ছেয়। তসলিমার দাবি, জাইরা ইসলামি কট্টরপন্থীদের চাপেই অভিনয় ছাড়তে বাধ্য হয়েছে । যে কারণে তাকেও বাংলাদেশ ছাড়তে হয়েছে। ফেসবুকে জাইরার ইস্যুতে একটি লেখা পোস্ট করেছেন তসলিমা। সেখানে প্রশ্ন তুলেছেন, ‘ধর্ম করতে হলে কি কর্ম ত্যাগ করতে হবে?’ জাইরা যেহেতু বলেছেন যে ধর্মে সঙ্গে তাঁর সম্পর্কের পথে বাধা তৈরি করছিল তাঁর কাজ, তাই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে। জাইরা যে পোস্টে বলিউড ছাড়ার কথা বলেছিলেন, সেটা অভিনেত্রী নিজে লেখেননি বলে মনে করেন তসলিমা। তাঁর মতে, 'একজন স্মার্ট তরুণীর পক্ষে কোরআনের আয়াত এতটা মুখস্থ থাকা সম্ভব নয়। কোরআন সে এমনই মুখস্থ করেছে যে ফেসবুকে লিখতে গিয়ে এক এক করে তার কোরআনের আয়াতগুলো মনে পড়ে গিয়েছে? আমার মনে হয় জায়রার লেখাটি একেবারেই তার লেখা নয়। লেখাটি অন্য কেউ লিখে দিয়েছে।’ তসলিমার অনুমান, জাইরাকে বলিউড ছাড়তে বাধ্য করেছে কট্টর ইসলামী মৌলবাদী।