নিজস্ব প্রতিবেদক, ঝাড়গ্রাম, আপনজন: ঝাড়গ্রাম থেকে ঝাড়খন্ড যাওয়ার একমাত্র রাস্তা। সেই রাস্তার বেহাল দশা। যেখানে সেখানে বড় বড় গর্তে পরিপূর্ণ রয়েছে। বিভিন্ন সময় স্কুল পড়ুয়া থেকে পথ চলতি মানুষ সমস্যায় পড়ছেন। আবারও কখনো দেখা যাচ্ছে মালবাহী গাড়ি থেকে শুরু করে যাত্রীবাহী বাস রাস্তা খারাপ থাকার কারণে যন্ত্রাংশ ভেঙ্গে পড়ছে। যার জেরে আজ সকাল দশটার সময় দহিজুড়ি মহাত্মা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামে। বেশ কিছুক্ষণ অবরোধ চলে। যান চলাচল স্তব্ধ হয়ে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পড়ুয়াদের বক্তব্য রাস্তা নির্মাণের টাকা বরাদ্দ হয়েছে। এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি। এই রাস্তার উপর দিয়ে কোন ভিআইপি যাওয়ার আগে এই রাস্তা নির্মাণ করা হয়। যা মাস খানেকের মধ্যে বেহাল দশায় পরিণত হয়। পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার সময় এই রাস্তা নির্মাণ করা হয়েছিল। পঞ্চায়েত ভোট শেষ হতে না হতেই রাস্তার বেহাল দশায় পরিণত হয়েছে। যা নিয়ে অভিযোগ করছে স্কুলের ছাত্র-ছাত্রীরা। কবে এই রাস্তা নির্মাণ হবে তারদিকে তাকিয়ে রয়েছে এলাকাবাসী সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct