সুব্রত রায়, কলকাতা, আপনজন: কসবার একটি বেসরকারি স্কুলের ৫ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় দশম শ্রেণীর পড়ুয়ার। মঙ্গলবার ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে দিয়ে দেওয়া হয় হাসপাতালের তরফে ।তারপরেই সেই পড়ুয়ার মৃতদেহ নিয়ে পরিবার-পরিজনেরা মঙ্গলবার সন্ধ্যা থেকে কসবা থানার সামনে বিক্ষোভ দেখান। পথ অবরোধ চলে বিকেল থেকে রাত পর্যন্ত। চলছে বিক্ষোভও।এর ফলে গড়িয়াহাট থেকে রুবির মোড় পর্যন্ত যান চলাচল কার্যত ব্যাহত। পরিবারের দাবি তাদের ছেলেকে খুন করা হয়েছে। এফআইআর এর ২৪ ঘন্টা হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত কোনো গ্রেফতারি না হওয়ায় এই বিক্ষোভ পরিবারের পক্ষ থেকে দেখানো হচ্ছে। পুলিশের তরফে যেমনটা জানানো হচ্ছে যে সঠিক প্রমাণ তাদের হাতে এই মুহূর্তে নেই এবং সেই কারণেই তারা গ্রেফতার করতে পারছেন না। অন্যদিকে যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনার প্রসঙ্গ টেনে পুলিশ জানাচ্ছে যে, যাদবপুরের পড়ুয়ার মৃত্যুর চার দিন পর কিন্তু তথ্য প্রমাণ নিয়ে প্রথম গ্রেপ্তারি করা হয়। এক্ষেত্র পুলিশ যাবতীয় দিক খতিয়ে দেখছে। উপযুক্ত প্রমাণ পেলেই এই ঘটনায় যারা যুক্ত বলে প্রমাণিত হবে তাদের পুলিশ হেফাজতে নেবে। এদিকে শিক্ষক দিবসের জন্য ১০০ টাকা জমা দিয়েছিল স্কুলে মৃত পড়ুয়া শেখ শান। তবে শিক্ষক দিবসের আগেই শিক্ষকরা তাকে মেরে ফেললো। এমনটাই অভিযোগ মৃত ছাত্রের পরিবারের। পাশাপাশি তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেন। এদিকে মঙ্গলবার শিক্ষক দিবসের দিন মৃত ছাত্রের পাড়া-প্রতিবেশীরা প্রতিবাদে রাস্তায় নামেন। ওই স্কুলের জয়িতা এবং মৌসুমী এই দুজন শিক্ষিকার নাম নিয়ে বোসপুকুরে ওই পড়ুয়ার বাড়ির সামনে পরিবার ও পাড়া প্রতিবেশীদের প্রতিবাদ মিছিল সংঘটিত হয়।ওই পড়ুয়ার ছবি নিয়ে প্রতিবাদ মিছিল বের করেন তারা। মিছিল থেকে দোষীদের শাস্তি দাবির স্লোগান ওঠে। সোমবার কসবার রথতলার সিলভার পয়েন্ট হাই স্কুলের ৫ তলার ছাদ থেকে পড়ে দশম শ্রেণীর ছাত্রের রহস্য মৃত্যু হয়। প্রাথমিকভাবে যেটা জানা যায়, প্রজেক্ট জমা দিতে না পারায় তাকে মানসিক চাপ দেওয়া হয়েছিল। তার ফলে সে আত্মহত্য্র পথ বেছে নেয়। পুলিশ সূত্রের খবর, মৃত ছাত্রের নাম শেখ শান। কসবার এক বেসরকারি স্কুলের দশম শ্রেণির পড়ুয়া ছিল সে। এই ঘটনায় কসবার সেই স্কুলে মঙ্গলবার দুপুরে যান শিশু সুরক্ষা অধিকার রক্ষা কমিটির সদস্যরা। তারা কথা বলেন স্কুল কর্তৃপক্ষ সহ শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে। পরে তারা পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে ন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct