আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন মঙ্গলবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং ৮০ শতাংশেরও বেশি ভোট পড়েছে বলে জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) কার্যালয়।কর্মকর্তারা আরও জানিয়েছেন যে সঠিক ভোটের শতাংশ কিছুটা বেশি হবে কারণ কিছু ভোটার নির্ধারিত ভোটের সময় শেষ হওয়ার পরেও কিছু ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ছিলেন।রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, উপনির্বাচনে ভোট দানের হার কম হওয়ায় এখন পর্যন্ত যে শতাংশ ভোট পড়েছে, তা বেশ বেশি। সিইও কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ছিল, সারা দিন কোনও রাজনৈতিক দলের কাছ থেকে খুব কমই কোনও অভিযোগ পাওয়া গেছে। ভোট গণনা হবে ৮ সেপ্টেম্বর।গত ২৫ জুলাই বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের আকস্মিক মৃত্যুতে ধুপগুড়িতে উপনির্বাচনের প্রয়োজন হয়। জম্মু ও কাশ্মীরে নিহত জওয়ান জগন্নাথ রায়ের বিধবা স্ত্রী তাপসী রায়কে প্রার্থী করেছে বিজেপি। তৃণমূল প্রার্থী হয়েছেন ধূপগুড়ি গার্লস কলেজের অধ্যাপক নির্মল চন্দ্র রায়কে ও কংগ্রেস সমর্থিত সিপিআই (এম) প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct