আপনজন ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গঠিত অভ্যন্তরীণ তদন্ত কমিটি মঙ্গলবার তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে, যেখানে তারা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে অবিলম্বে বহিষ্কারের সুপারিশ করেছে। গত ৯ আগস্ট ছাত্রাবাসের বারান্দা থেকে পড়ে মারা যান বাংলা অনার্স প্রথম বর্ষের ওই ছাত্র। সন্দেহ করা হয় তিনি র্যাগিংয়ের শিকার হয়েছেন।তদন্ত কমিটি আরও পরামর্শ দিয়েছে যে দুর্ঘটনার সময় ছাত্রাবাসে উপস্থিত ছয় প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এফআইআর দায়ের করা উচিত।এছাড়া এক সেমিস্টারের জন্য ১৫ জন, দুই সেমিস্টারের জন্য ১১ জন এবং চার সেমিস্টারের জন্য পাঁচজন শিক্ষার্থীকে সাময়িক বরখাস্তের সুপারিশ করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত একজন বর্তমান রিসার্চ স্কলারকে গবেষণা শেষ হওয়ার পর আজীবন ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা উচিত বলে সুপারিশ করেছে তদন্ত কমিটি। কমিটি আরও বলেছে, যে হোস্টেলে দুর্ঘটনা ঘটেছে, সেই হোস্টেলের সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত করা ্ভিউচিত গাফিলতির অভিযোগের ভিত্তিতে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct