নিজস্ব প্রতিনিধি, ধুপগুড়ি, আপনজন: মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা দেখা দেয় ধুপগুড়ি বেশ কয়েকটি বুথে। অভিযোগ বুথে থাকা পুলিশকর্মীদের বের করে দেন বিজেপি প্রার্থী তাপসী রায়।একদিকে যখন শান্তিপূর্ণ ভোট চলছে সর্বত্র সেই সময় বেশ কিছু বুথে অন্য ছবি দেখা গেল। ধূপগুড়ির 15/184 নং বুথের ঘটনা। বিজেপি প্রার্থীর অভিযোগ, ইলেকশন কমিশনের নির্দেশ নেই যেখানে বুথের ভিতরে পুলিশ কর্মীরা থাকবে। তিনি বলেন পুলিশ কর্মীরা ২০০ মিটারের বাইরে থাকবে ভেতরে নয়। তিনি আরোও জানান, পুলিশ কর্মীরা, ভোটারদের ভোটার কার্ড যাচাই করছে। তারা এটা করতে পারে না । তার জন্য সেন্ট্রাল বাহিনী মোতায়ন করা হয়েছে তারা দেখবে বিষয় গুলি। বুথে ঢুকে রাজ্য পুলিশের কর্মীদের বের করে দেন তিনি। এ নিয়ে বিজেপি প্রার্থীর সঙ্গে এডিশনাল এসপির তুমুল বচসা বাঁধে। অভিযোগ রাজ্য পুলিশের একাধিক কর্মী বুথের ভেতরে রয়েছে। প্রিসাইডিং অফিসারকে অভিযোগ করেন এডিশনাল এসপি । বিজেপি প্রার্থী ও তার কর্মীরা কর্মরত পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করে ও হুমকির সুরে কথা বলেন। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপারের দাবি বিজেপি প্রার্থী পুলিশি নিরাপত্তা বিধি ভঙ্গ করছেন। তার যদি কোন অভিযোগ থাকে তিনি সরাসরি অবজারভার এবং নির্বাচন কমিশনের আধিকারিকদের জানাতে পারেন । কিন্তু কখনোই কর্মরত পুলিশ কর্মীদের বুথ থেকে বলপূর্বক বের করতে পারেন না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct