নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে এক তৃনমূল কর্মীর বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠেছে এক কংগ্রেস কর্মী ও পরিবারের লোকেদের বিরুদ্ধে।পাশাপাশি পরিবারের লোকেদের ব্যাপক হারে মারধর,শ্লীলতাহানি ও লুটপাট চালানোর অভিযোগও উঠেছে ওই কংগ্রেস কর্মী বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ঝিকোডাঙা গ্রামে। অভিযোগ উঠেছে কংগ্রেস কর্মী আব্দুল সামাদ ও তার পরিবারের বিরুদ্ধে। মারধরে আহত হয়েছেন তৃনমূল কর্মী আসদুল হকের স্ত্রী লালবানু বিবি(৪০) ও তার বয়স্ক মা আরিফা বিবি(৫৫)। এমনকি মারধর করা হয়েছে তার দুই মেয়েকেও।বাড়িতে ঢুকে হামলা চালানোর পাশাপাশি লুটপাট চালানো হয় বলে অভিযোগ।পাট বিক্রির নগদ ৫০ হাজার টাকা,সোনা ও রুপোর অলঙ্কার লুটপাট করে নিয়ে যায় ওই কংগ্রেস কর্মী বলে অভিযোগ।আহত অবস্থায় পরিবারের লোকেরা লালবানু বিবিকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করিয়েছেন।যদিও কংগ্রেস কর্মী আব্দুল সামাদ নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,চলতি মাসের ২ তারিখে অঙ্গনওয়াড়ি সেন্টারে খিচুড়ি আনতে গিয়ে তৃনমূল কর্মী আসদুল হকের ছোট মেয়ে নিশা খাতুন (১১)এর সঙ্গে কংগ্রেসের কর্মী আব্দুল সামাদ এর ছোট ছেলে আজমাইল হক(১২)এর মধ্যে ঝগড়া হয়।নিশা খাতুন আজমাইল হকের বুকে কামড় বসিয়ে দেয় বলে অভিযোগ।এতেই দুই পরিবারের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া।ঘটনার দুই দিন পর সোমবার সকাল ১০ টা নাগাদ আব্দুল সামাদ আসদুল হকের বাড়িতে ঢুকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে পরিবারের লোকেদের ব্যাপক হারে মারধর করে বলে অভিযোগ।আসদুল হকের স্ত্রীকে লোহার রড দিয়ে মেরে অজ্ঞান করে দেন এবং তার বয়স্ক মা আরিফা বিবিকে মাটিতে ফেলে বেআব্রু ভাবে মারধর করা হয় বলে অভিযোগ।তৃনমূল কর্মী আসদুল হকের মা আরিফা বিবি বলেন ‘আমরা তৃণমূল করি। কংগ্রেস পঞ্চায়েত ভোটে হেরে গিয়েছে।তাই তারা এই ধরনের কর্মকাণ্ড করছে।’ কংগ্রেস কর্মী আব্দুল সামাদ জানান, তার বিরুদ্ধে উঠা অভিযোগ একেবারে মিথ্যা। তারই তার ছেলেকে মারধর করে জখম করে দিয়েছে। দুই পক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তদন্তে নেমেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct