মোহাম্মাদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: নলহাটি দুই নম্বর ব্লকে বিরোধীদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ তুললো বিরোধীরা। এই অভিযোগের প্রেক্ষিতে শীতলগ্রাম পঞ্চায়েত এবং বারা এক নম্বর পঞ্চায়েতের পক্ষ থেকে বিডিও অফিসে অবস্থানে বসে লাগাতার বিক্ষোভ দেখালো বিরোধীরা। অভিযোগের মূল সূত্র শুরুই হয়েছিলো গাছ বিলিকে কেন্দ্র করে। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এলাকায় সবুজায়নের জন্য যে গাছ বিলি করা হয়।সেক্ষেত্রে পঞ্চায়েত সমিতির বিরোধী সদস্যদের কোন রকম গাছ দেওয়া হয়নি বলে প্রথম অভিযোগ উঠেছিল নলহাটি ২ নম্বর ব্লকের বিডিও হুমায়ুন চৌধুরীর বিরুদ্ধে। সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে শীতলগ্রাম অঞ্চলের কুন্দপাড়ায় আয়োজিত দুয়ারে সরকারে উপযুক্ত পরিষেবা পাওয়া যায়নি। এমন কি শীতলগ্রাম পঞ্চায়েতের যারা সদস্য সেই সদস্যদেরও এব্যাপারে কোন রকম তথ্যই জানানো হয়নি বলে অভিযোগ। তবে দুয়ারে সরকারের ব্যাপারে শাসক দল তৃণমূলের যারা সদস্য তারা নিয়মিত সব তথ্য জেনে যাচ্ছেন বলে অভিযোগ করেন নলহাটি ২ নম্বর পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্য তাইজদ্দিন মন্ডল ওরফে মধু। একই ভাবে শীতলগ্রাম পঞ্চায়েতের প্রধান সাহিনা খাতুন জানান, শৌচাগারের একটি তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে তাকে কোন রকম সহযোগিতা করা হচ্ছে না। বরং উপর দিক থেকে তাকে মানষিক চাপ দেওয়া হচ্ছে। যাতে শাসক দলের লোকেরা সেই সুবিধা পেয়ে যান। পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্য তাইজদ্দিন মন্ডল জানান,পঞ্চায়েত সমিতিতে একই ভাবে মানষিক চাপ দেওয়া হচ্ছে। সেখানে শাসক দলের সদস্যদের সহযোগিতা করছেন বিডিও। যদিও এ প্রসঙ্গে বিডিও হুমায়ুন চৌধুরী বলেন, রাজার মাথায় ছাতা ধরে কোন পঞ্চায়েত বা পদ চালানো যাবে না। যে,যে পদের জন্য আছেন তাকেই সেই পদের দায়িত্ব নিয়ে নিজেকেই করতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct