মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: একজন শিক্ষক কিভাবে একটি স্কুলের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করে দিতে পারেন তার প্রকৃষ্ট উদাহরণ ডক্টর সুব্রত নায়েক । ২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষারত্ন পুরস্কারে সম্মানিত হচ্ছেন আগেই ঘোষণা করা হয়েছিল । পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লকের বেলাড় ভুরকুন্ডা হাইস্কুলের প্রধান শিক্ষক ডক্টর সুব্রত নায়েক। দীর্ঘ ২৯ বছর ধরে শিক্ষকতা করে আসছেন তিনি। সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলে দু বছর শিক্ষকতা করার পর ত্রিরল স্কুলে ১৫ বছর ধরে শিক্ষকতা করেছেন। বেলার ভুরকুন্ডা হাই স্কুলেও প্রায় ১৫ বছরের কাছাকাছি শিক্ষকতা করছেন তিনি।নিজেকে প্রধান শিক্ষক হিসেবে না মনে করে সব সময় ছাত্র-ছাত্রীদের সঙ্গে মিলেমিশে তাদের অভাব অভিযোগ শোনার পাশাপাশি পত্যন্ত গ্রামাঞ্চলের ওই স্কুলে পড়াশোনা কিভাবে উন্নত করা যায় সেই নিয়ে চিন্তা ভাবনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুব্রত নায়েক।কেন কিছু ছাত্ররা স্কুলে আসছে না কেনই বা তারা পড়াশোনার দিক থেকে পিছিয়ে পড়ছে সেই সব বিষয়গুলি নিয়ে অন্যান্য শিক্ষক-সহ ছাত্রদের সঙ্গে আলোচনা করে বিদ্যালয় যাতে উন্নতির দিকে এগিয়ে যায় সেই চেষ্টাই করেন তিনি।ছাত্রদের খেলাধুলা সহ ব্লক জেলা রাজ্যস্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতার দিকটিও দেখাশোনা করেন।স্কুলকে পরিবেশ বান্ধব করা সৌন্দর্যজন থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদের মনোযোগি করার জন্য সব রকম চেষ্টা চালিয়েছেন তিনি। সহ-শিক্ষকরাও যথেষ্ট সাহায্য করেছেন বলেই আজকে এই জায়গায় পৌঁছেছেন বলে স্বীকার করে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুব্রত নায়েক। আজ ৫ সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন এই পুরস্কার তাঁর হাতে তুলে দেওয়া হবে শিক্ষা রত্ন সম্মান।রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁর নাম ঘোষনা হওয়ার পরেই আবেগে আপ্লুত হয়ে উঠেছে গোটা বিদ্যালয়। শুধুমাত্র বিদ্যালয়ের মধ্যেই এই আনন্দ সীমাবদ্ধ নেই। স্থানীয়রাও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুব্রত নায়েকের এই পুরস্কার প্রাপ্তিতে খুবই খুশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct