আপনজন ডেস্ক: আর্সেনাল যে তাঁকে ক্লাব রেকর্ড ফি ১০ কোটি পাউন্ড দিয়ে দলে টেনে ভুল করেনি সেটির প্রমাণ দিলেন ডেকলান রাইস। রোববার রাতে এমিরেটসে যোগ করা সময়ে আর্সেনালের জার্সিতে প্রথম গোলটি পেয়েছেন ইংলিশ মিডফিল্ডার। এরপর ম্যাচের ঘড়ির কাঁটা ১০০ মিনিট পেরোনোর পর গোল পেয়েছেন রাইস সতীর্থ গ্যাব্রিয়েল জেসুসও। আর তাতেই ঘুরে দাঁড়িয়ে নাটকীয় এক ম্যাচে আর্সেনাল ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।ম্যাচশেষে আর্সেনালের অধিনায়ক মার্টিন ওডেগার্ডের কথাতেই পরিষ্কার কী করেছে আর্সেনাল, ‘পৃথিবীতে এর চেয়ে ভালো অনুভূতি আর কী হতে পারে। এ কারণেই তো আমরা খেলি।’ যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বুকায়ো সাকার কর্নার থেকে আসা বল বুক দিয়ে নামিয়ে ডান পায়ের শটে গোল করেন রাইস। রাইসের গোলের পর সমতায় ফেরাতে মরিয়া ইউনাইটেড তৃতীয় গোলটা খেয়ে বসে পাল্টা আক্রমণ থেকে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার জেসুস ঠান্ডা মাথায় করেছেন সেই গোল। অথচ ম্যাচের ২৭ মিনিটে প্রথম গোলটি করেছিল ইউনাইটেডই। মার্কাস রাশফোর্ড করেছিলেন সেই গোল। সমতায় ফিরতে অবশ্য মোটেও সময় নেয়নি গানাররা। খেলা আবার শুরু হতেই গোল করে বসেন আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড। এরপর একবার পেনাল্টি পেয়েছিল আর্সেনাল। কিন্তু রেফারি অ্যান্টনি টেলর ভিএআর চেক করে সেই সিদ্ধান্ত বাতিল করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct