নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: রবিবার ইস্টবেঙ্গল- মোহনবাগানের ডার্বি ম্যাচের ফাইনাল খেলা শেষ হবার পরে যেভাবে বিধাননগর কমিশনারেটের কাদা পাড়া অঞ্চলে যেভাবে ইস্টবেঙ্গল সমর্থকদের উপর হামলা চালিয়েছে মোহনবাগান সমর্থকরা সেই নিয়ে নিন্দায় সরব হলেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ। এরই পাশাপাশি যে সমস্ত ইস্টবেঙ্গল কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছেন তাদের সমস্ত চিকিৎসায় দায়ভর নিল ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ। ইস্টবেঙ্গল হেরে যাওয়ার পর মোহনবাগান সমর্থকেরা ইস্টবেঙ্গল ক্লাব-সমর্থকদের মারধর করে ও হামলা চালায় এবং ক্লাবের জাতীয় পতাকাকে কাফিন বানিয়ে রাস্তায় পায়ের নীচে রগড়ে দেওয়ার সমস্ত ফুটেজ সংগ্রহ করেছে বলে ইস্টবেঙ্গলের কর্মকর্তারা দাবি করেন। এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হতে চলেছেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ। এরই পাশাপাশি বিধাননগর পুলিশ কমিশনারেটকে চিঠি দিছেন তারা। খেলায় হার-জিত আছি কিন্তু খেলার শেষে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে তার জন্যই তৎপর হয়ে উঠেছে ইস্টবেঙ্গল ক্লাবের সংগঠকরা। ফুটবল বাঙালির আবেগ। সেই আবেগ যেন হিংসায় পরিণত না হয় তার জন্যই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চায় লাল - হলুদ শিবির।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct