রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: সিভিক ভলেন্টিয়ারদের বেতন থেকে মেডিক্লেমের জন্য কাটা হবে বাৎসরিক প্রায় ৪২০০ টাকা। অন্যান্য বছর মাত্র ১৭৫০ টাকা থাকলেও হঠাৎ করে সরকারের পক্ষ থেকে নতুন নির্দেশিকায় কার্যত বেকায়দায় পড়েছেন সিভিক ভলেন্টিয়াররা। মাত্র ৯ হাজার টাকা বেতনের মধ্যে প্রথম ৬ মাস বেতন থেকে মাসিক ৭০০ টাকা করে কেটে নেওয়ার নির্দেশিকা আসতেই ক্ষোভে ফুসছেন সিভিক ভলেনটিয়াররা। দীর্ঘদিন ধরে বেতন না বাড়লেও কেন মেডিক্লেমের টাকা দ্বিগুণের থেকে বেশি কাটা হবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। সিভিক ভলেনটিয়ার সূত্রে খবর, প্রতি মাসে সিভিক ভলেনটিয়ারদের ৯০০০ টাকা বেতন দেওয়া হয়। কোনোরকম পিএফ কাটা না হলেও মাসে ১০০ টাকা করে কেটে নেওয়া হয়। ফলে ৮৯০০ টাকা মাসিক বেতন আসে একাউন্টে। পাশাপাশি প্রতি বছর বাৎসরিক ১৭৫০ টাকা মেডিক্লেমের জন্য বেতন থেকে কেটে নেওয়া হয় সিভিক ভলেনটিয়ারদের। অর্থাৎ মেডিক্লেমের জন্য মাসে প্রায় ১৫০ টাকা করে কাটা হতো। সম্প্রতি দিন কয়েক আগে নতুন নির্দেশিকা আসে সিভিক ভলেনটিয়ারদের জন্য। যেখানে বলা হয়েছে, এবছর মেডিক্লেমের জন্য সিভিকদের কাছ থেকে প্রথম ৬ মাস ৭০০ টাকা করে প্রায় ৪২০০ টাকা কাটা হবে। অর্থাৎ মেডিক্লেমের জন্যই প্রতি মাসে প্রায় ৩৫০ টাকা করে কাটা হবে সিভিকদের। একদিকে ১০০ টাকা এবং পাশাপাশি আরো ৩৫০ টাকা যুক্ত করে মোট ৪৫০ টাকা কাটা হবে। ফলে সিভিকদের একাউন্টে গড়ে মাসিক ৯০০০ টাকার বদলে আসবে ৮ হাজার ৫০০ টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিভিক ভলান্টিয়ার জানান, বিভিন্ন ইস্যুতে বেশি বেশি করে ল’এন্ড অর্ডার ডিউটি পালন করতে যেতে হচ্ছে। শুধু নিজের থানা এলাকায় নয়, সভা সমিতি সহ যেকোনো ইস্যুতে অন্য থানা এলাকায় ডিউটিতে যেতে হচ্ছে। দিনরাত পরিশ্রম করে সামান্য টাকা বেতন। এত অল্প টাকায় সংসার চালানো দায় হয়ে উঠছে। তার উপর মেডিক্লেমের জন্য ডবলের থেকে বেশি টাকা কাটার নির্দেশিকায় বিপাকে পড়েছেন সিভিকরা।অবিলম্বে বেতন বৃদ্ধির জন্য সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছেন সিভিক ভলেনটিয়াররা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct