এম মেহেদী সানি, বারাসত: অ্যাথলেটদের প্রতি সরকারের উদাসীনতার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন জাতীয় ক্রীড়াবিদ ইসমাইল সরদার ৷ সাম্প্রতিক সময়ে ভারতীয় কুস্তি সংস্থাকে কুস্তির সর্বোচ্চ সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের পক্ষ থেকে নির্বাসিত করা হয়েছে। এর ফলে বিশ্ব কুস্তি সংস্থা পরিচালিত কোনও প্রতিযোগিতায় ভারতের কুস্তিগিরেরা অংশগ্রহণ করতে পারবেন না। সে ক্ষেত্রে, অলিম্পিক্স বা বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো প্রতিযোগিতায় দেশের পতাকা ছাড়াই তাদের নামতে হবে বলে জানা গেছে । সংশ্লিষ্ট বিষয়ে প্রাক্তন জাতীয় ক্রীড়াবিদ ইসমাইল সরদার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হস্তক্ষেপ দাবি করে আক্ষেপের সুরে বলেন আমাদের দেশে শুধু ভোটের রাজনীতি হয়, সরকার শুধু ভোটের কথা ভাবে ৷ জাতীয় স্তরের অ্যাথলেটরা সুযোগ-সুবিধা না পেয়ে হতাশার মধ্যে দিয়ে দিন কাটচ্ছে, এটা দেশের লজ্জা ৷ দেশের সিস্টেমটাই পাল্টানো উচিত বলে মনে করেন ইসমাইল ৷
সম্প্রতি ‘অ্যাথলেটিক কোচস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল’-এর উপ-কমিটির আহ্বায়ক মন্ডলী সদস্য নির্বাচিত হওয়া,উত্তর ২৪ পরগণার চারঘাটের প্রাক্তন জাতীয় ক্রীড়াবিদ ইসমাইল সরদার অ্যাথলেট জগতের প্রতিভাবানদের প্রতি সরকারের উদাসীনতার কথা তুলে ধরে বলেন, ‘আমরা সব সরকারকেই দেখেছি, কোনো ছাত্র অ্যাথলেট জগতে জাতীয় স্তরে স্থান পেয়েও সে অনেক সময় সরকারি সাহায্য থেকে বঞ্চিত ৷
দেখা যাচ্ছে জাতীয় স্তরে প্রথম হয়েও তাকে ভ্যান চালাতে হচ্ছে, সরকারি উদাসীনতায় মেধা গুলো হারিয়ে যাচ্ছে’ বলেও মন্তব্য করেন ইসমাইল ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct