রঙ্গিলা খাতুন, বহরমপুর: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ইউনির্ভার্সিটি গাইড লাইনে গত ১ তারিখ থেকে পিজি কোর্সের ফরম ফিলাপ শুরু হয়েছে । রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী আগামী ১৫ই সেপ্টেম্বর প্রতিটি ইউনিভার্সিটি পিজি কোর্সে ভর্তির শেষ তারিখ। অথচ বহরমপুর মুর্শিদাবাদের ইউনিভার্সিটি কৃষ্ণনাথ কলেজে সেখানে এখনো পর্যন্ত ভর্তি নেওয়া হচ্ছে না কেন? অবিলম্বে পিজি তে ভর্তির দাবিতে ডেপুটেশন দিতে আসেন এস এফ আই অর্থাৎ ভারতের ছাত্র ফেডারশন মুর্শিদাবাদ জেলা কমিটি। ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে যে, এখন ভর্তি না নিলে রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী আর ভর্তি নেয়া সম্ভব নয় তাহলে মুর্শিদাবাদের ছেলেমেয়েদের পিজি পড়ার ক্ষেত্রে তাদের ভবিষ্যৎ কি অন্ধকারে চলে যাবে প্রশ্ন তুলেন এস এফ আই নেতৃত্ব।
উল্লেখ্য, মুর্শিদাবাদ বহু প্রতিক্ষীত কৃষ্ণনাথ ইউনিভার্সিটি। আজ তার তিন বছর হলেও নেই কোন স্থায়ী পদের কর্মী। প্রায় ১৩০০ ছাত্র ছাত্রীদের ভবিষ্যত এখন অথইজলে। বার বার ভি সি বদলি হয়েছে । বর্তমানে যিনি এই বিশ্ব বিদ্যালয়ের ভিসি তাকে এখনো পর্যন্ত এই বিদ্যালয়ের চত্বরে দেখা যায়না। একজন ফিনান্স অফিসার থাকলেও তার কোন কাজ নেই। যখন এস এফ আই এর পক্ষ থেকে পঠন পাঠন এর পাশাপাশি আনুষঙ্গিক সমস্যা কথা তুলে ধরার জন্য ডেপুটেশন দিতে গেলেন । সেই ডেপুটেশন গ্রহন করার মতো আধিকারিক ছিল না। অবশেষে বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে সেই ডেপুটেশন এঁটে দিয়ে তাদের কর্মসূচী শেষ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct