অনলাইন ফুড ডেলিভারি থেকে শুরু করে জিনিসপত্র কেনাকাটা, সময় বাঁচাতে সবার ভরসা গুগল প্লে বা অ্যাপ স্টোর। কিন্তু, আপনি কি জানেন এর আঁড়ালে লুকিয়ে রয়েছে এমন এক ফাঁদ, যা আপনাকে সর্বশান্ত করে দিতে পারে। হ্যাকারদের হাতে চলে যেতে পারে আপনার ব্যক্তিগত নথি, পাসওয়ার্ড। লুট হয়ে যেতে পারে আপনার অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের জমানো সব অর্থ। চলতি বছরের ফেব্রুয়ারিতে রিজাভ ব্যাঙ্কের পক্ষ থেকে ‘এনি ডেস্ক’ নামে এমনই এক অ্যাপের ব্যাপারে জনসাধারণকে সতর্ক করা হয়েছে। রিজার্ভ ব্যাংকের সাইবার সিকিউরিটি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এই অ্যাপটি মূলত দূর নিয়ন্ত্রিত। একবার এই অ্যাপটি নামানোর সঙ্গে সঙ্গেই সেটি ব্যবহারকারীর নেট ব্যাঙ্কিং সম্পর্কিত যাবতীয় তথ্য তার সিস্টেমে নিয়ে নিতে পারে। আর সেটারই সুযোগ নিচ্ছে প্রতারকরা। চোখের নিমেষেই হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। ক'দিন আগে এইচডিএফসি ব্যাঙ্কও এই অ্যাপ ব্যবহারকারীদের সতর্ক করে দিয়েছে।