আপনজন ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা মামলায় আপতত স্বস্তি পেলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ শর্ত সাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। উল্লেখ্য, গত ৫ জুলাই ভাঙড়ের বিধায়কের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও প্রতারণার অভিযোগে কলকাতার বৌ বাজার থানায় অভিযোগ দায়ের করেন মুর্শিদাবাদের এক তরুণী। সেই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে। যদিও, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলে জানান নওশাদ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা অভিযোগ সংক্রান্ত মামলায় সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ শর্ত সাপেক্ষে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর আগাম জামিন মঞ্জুর করে। তবে নওশাদকে তদন্তে সবরকম সাহায্য করার নির্দেশও দেয় ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ সেই সঙ্গে জানিয়ে দেয়, তদন্তকারী আধিকারিরের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না নওশাদ। নওশাদ তার বিরুদ্ধে তদন্তে সব ধরনের সহযোগিতা করবেন বলে জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct