আপনজন ডেস্ক: কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (জেইউ) হোস্টেলে এক ছাত্রের মৃত্যুর কয়েক সপ্তাহ পর ক্যাম্পাসে ব়্যাগিং রোধে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখতে সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে ইউজিসির একটি দল। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চার সদস্যের একটি দল ব়্যাগিংয়ের মতো ঘটনা এড়াতে ক্যাম্পাসে উপলব্ধ অবকাঠামো রক্ষণাবেক্ষণ করবে এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করবে বলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ জানিয়েছেন। দলটি প্রধান ছেলেদের হোস্টেলটিও পরিদর্শন করবে যেখানে স্নাতক প্রথম বর্ষের ছাত্রকে ট্যাগ করা হয়েছিল এবং শেষ পর্যন্ত ১০ আগস্ট তিনি মারা যান। সাউ বলেন, ইউজিসি কিছু প্রশ্ন করেছে যে বিশ্ববিদ্যালয় র ্যাগিং বিরোধী নির্দেশিকা অনুসরণ করছে কিনা এবং যত তাড়াতাড়ি সম্ভব একটি বিস্তৃত উত্তর পাঠানো হবে। “ক্যাম্পাসে ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং কৌশলগত পয়েন্টগুলিতে আরও কিছু স্থাপন করা হবে। টানা ৮ ঘণ্টা বৈঠকের পর অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বের হয় ইউজিসির চার সদস্যের দল। ইতিমধ্যে ওয়ার্ক অর্ডার জারি করা হয়েছে,” তিনি সাংবাদিকদের বলেন, ইউজিসি টিমের সাথে বিস্তারিত ভাগ করা হবে। এই দলে ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের (এনআইইপিএ) উপাচার্য শশীকলা ওয়ানজারি, মতিহারির মহাত্মা গান্ধী সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য সঞ্জয় শ্রীবাস্তব, এনআইটি-দুর্গাপুরের সহযোগী অধ্যাপক জয়দীপ বন্দ্যোপাধ্যায় এবং ইউজিসির যুগ্ম সচিব বিপিন কৌশল। এর আগে ওই শিক্ষার্থীর মৃত্যুর পর ক্যাম্পাসে র ্যাগিং প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে জাবির পাঠানো প্রতিবেদন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল ইউজিসি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct