আপনজন ডেস্ক: গত ৯ আগস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের বারান্দা থেকে বাংলা বিভাগের স্নাতক স্তরের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু। সেই মৃত্যু ঘিরে রাজ্য জুড়ে উত্তাল। প্রতিবাদে সরব সব মহল। ইতিমধ্যে সেই মৃত্যুর ঘটনার তদন্ত চলছে। ওই ছাত্র মৃত্যুরে ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ফোন করে নিহত ছাত্রের বাবার সঙ্গে কথা বলেছিলেন। সেমসয় তিনি আশ্বাস দিয়েছিলেন, ছেলেকে ফিরিয়ে দিতে না পারলেও প্রকৃত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা হবে। তাই সঙ্গে সঙ্গে তদেন্তের নির্দেশ দেন তিনি। ব়্যাগিংয়ের অভিযোগ ওঠায় ওই ঘটনায় বেশ কয়েকজন প্রাক্তন ও বর্তমান মিলিয়ে ১৩ জন ছাত্রকে গ্রেফতার করা হযেছে। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বিভিন্ন মহল থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। এবার সেই দাবি তুললেন নদিয়ার বগুলার বাসিন্দা ওই ছাত্রের বাবা ও মা এবং পরিবারের কয়েকজন সদস্য। সোমবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে পুত্রের মৃত্যুর জন্য দায়ী পড়ুয়াদের শাস্তির দাবি জানালেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে শাস্তির দাবি জানাতে গিয়ে অঝোরে কান্নায় ভেঙে পড়েন ওই মৃত ছাত্রের বাবা। তাকে সান্ত্বনা দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতের মা স্বপ্না কুণ্ডুকে তার বাড়ির কাছে চাকরি এবং মৃত ছাত্রের ভাইয়ের পড়াশোনার দায়িত্ব রাজ্য সরকার হাতে নেবে বলে আশ্বাস দেন। তবে, শুধু পরিবারকে চাকরি নয়, এছাড়াও মুখ্যমন্ত্রীর তরফে মৃত ছাত্রের স্মরণে বেশ কিছু পরিকল্পনার কথা জানানো হয়। নিহত ছাত্র বগুলার বাসিন্দা হওয়ায় তার স্মৃতিতে বগুলা গ্রামীণ হাসপাতালের নামকরণ করা হবে। ওই হাসপাতালেই বসানো হবে তার মূর্তি। স্কুলের নামও হতে পারে ওই পড়ুয়ার নামে। এদিন নিহত ছাত্রের বাবা বলেন, একটা ফুলের মতো মতো ছেলে। ফুলটাকে তারা তুলে শেষ করে দিল। বাঁচিয়ে রাখলে বাবা বলে ডাকতে পারতাম। হাত-পা ভেঙে রেখে দিলেও আমরা আমাদের সন্তানকে হারাতাম না। তাকে সম্পূর্ণরূপে মেরে ফেলল। আমাদের বুকটা শুকিয়ে গিয়েছে। আমরা কী করে এখন গোটা জীবনটা থাকব তা নিয়ে আক্ষেপ করেন। সেই সঙ্গে বলেন মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইতে এসেছিলাম। দিদি আশ্বস্ত করেছেন, অপরাধীরা শাস্তি পাবে। বিনীত গোয়েল (কলকাতার পুলিশ কমিশনার) স্যরদের ডেকে দিদি বলেছেন, অপরাধীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct