শামিম মোল্যা, বসিরহাট, আপনজন: গর্ভবতী মায়েদের বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো বসিরহাটের বিবিপুর অঞ্চলের বুনারআটি ২ নং বুথে । বিশিষ্ট সমাজসেবী সরদারের উদ্যোগে গর্ভবতী মহিলাদের পাশাপাশি ২৫ থেকে ৪৫ বছর বয়সে মহিলাদের বিভিন্ন শারীরিক বিষয়ে সচেতনতা করা হয়। উপস্থিত মহিলাদের হাতে জার্মানির কিছু অর্থ তুলে দেয় আকাশ সরদার। সংশ্লিষ্ট বিষয়ে বিশিষ্ট সমাজসেবী আকাশ সরদার জানান, “ আমি সারা বছরই মানুষের পাশে থাকি, প্রত্যন্ত এলাকায় মায়েদের শারীরিক সমস্যার বিষয়ে সচেতনতা করা হলো । সাধারণ মানুষ ভালো থাকলেই আমি নিজে ভালো থাকি তাই এসব করি । সচেতনতা শিবিরে আসা এক মহিলা সেলিমা বিবি বলেন, আকাশ সরদার সাহেব এলাকায় অনেক সমাজসেবীর কাজ করে থাকেন। আজকে আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ সম্বন্ধে বিশেষভাবে বোঝানো হলো এবং সচেতনতা করা হলো। পাশাপাশি আমাদেরকে খুশি করে কিছু অর্থ সাহায্য করেছেন। আমরা গর্বিত এরকম সমাজসেবীকে কাছে পেয়ে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী আলম জামান, লাল্টু মন্ডল,নাজিরুল, আয়ুব আলি খান কিসান, ওলিউর রহমান সহ অনেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct