রাকিবুল ইসলাম, দৌলতাবাদ, আপনজন: চাষের জমি থেকে সকেট বোমা উদ্ধার, আতঙ্কিত কৃষকরা।গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার বেণীদাসপুর ইটভাটা সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় দৌলতাবাদ থানার ওসি দেবাশীষ ঘোষ সহ তার টিম। ওই এলাকায় তল্লাশি চালিয়ে চাষের জমি থেকে তিনটি সকেট বোমা উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায় ওই এলাকায় গবাদি পশুর ঘাসের জমিতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সকেট বোমা গোপন সূত্রে খবর পেয়ে উদ্ধার করা হয় বোমা গুলি। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল পাহারা দিয়ে রয়েছে পুলিশ। বোম গুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড কর্মীদের খবর দেয় দৌলতাবাদ থানার পুলিশ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রবিবার সকাল থেকে চাঞ্চল্য ছাড়াই এলাকায়। কে বা কারা কি কারনে চাষের জমিতে বোমা মজুদ করে রেখেছিল ঘটনার তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ।