আপনজন ডেস্ক: ইসরায়েলের রাজধানী তেল আবিবে পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়ার দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি ছুড়লে এসব মানুষ হতাহত হয়ে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে জানানো হয়, ইরিত্রিয়ার সরকার সমর্থকেরা তেল আবিবে দেশটির দূতাবাসের কাছে একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে জড়ো হয় সরকার বিরোধীরাও। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হলে বিক্ষোভকারীরা পুলিশ ও সাধারণ মানুষের গাড়ি ভাঙচুর করে। ভেঙে দেয় আশপাশের দোকানের জানালার কাঁচ। সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, বিক্ষোভকারীরা ইরিত্রিয়ান দূতাবাসের কাছে ভেন্যুতে প্রবেশ করে এবং চেয়ার-টেবিল ভেঙে ফেলে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাদের সঙ্গেও সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা কর্মকর্তা ম্যাগেন ডেভিড অ্যাডম বলেছেন, তারা ১১৪ জনের চিকিৎসা করেছেন, যাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। আল-জাজিরার সংবাদদাতা পল ব্রেনান জানিয়েছেন, পরিস্থিতি এমন হবে পুলিশ বিষয়টি বুঝতে পারেনি। বিক্ষোভকারীদের আঘাতে কমপক্ষে ৩০ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। আর এ ঘটনায় ৩৯ জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে তারা। গ্রেফতাররা পুলিশ সদস্যদের দিকে পাথর ছুড়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct