সারিউল ইসলাম, লালবাগ, আপনজন: ভাগীরথী নদীতে আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা শুরু হয় রবিবার ভোরে। আহিরণ থেকে ৮১ কিলোমিটারের সাঁতার প্রতিযোগিতা আরম্ভ হওয়ার পাশাপাশি জিয়াগঞ্জ সদরঘাট থেকে ১৯ কিলোমিটারের সাঁতার প্রতিযোগিতার আরম্ভ হয় এদিন দুপুরে। তবে তার মধ্যে হঠাৎ কুমির আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তীব্র চাঞ্চলের সৃষ্টি হয় মানুষের মধ্যে।যদিও নিরাপদে প্রতিযোগী সাঁতারুরা প্রতিযোগিতা শেষ করে ডাঙ্গায় উঠেছেন বলে জানা গিয়েছে।সূত্রের খবর, নশিপুর-আজিমগঞ্জ রেলব্রিজের পাশে নারকেলতলা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি ৭ ফুট লম্বা কুমিরের দেখা মেলে রবিবার দুপুর নাগাদ। বহরমপুর থেকে একটি পরিবার লালবাগে নৌকা ভাড়া করে জিয়াগঞ্জে সাঁতার দেখতে যাওয়ার সময় নৌকা থেকে দেখতে পায় সেই কুমিরটি। প্রত্যক্ষদর্শী পিন্টু মণ্ডল বলেন, ‘আমরা নৌকায় করে লালবাগ থেকে জিয়াগঞ্জ আসার সময় নসিপুর রেলব্রিজ পার করতেই দেখতে পায় একটি কুমির জলে ঘোরাফেরা করছে।’কিছুক্ষণের মধ্যেই প্রশাসনকে খবর দেওয়া হয় এবং বনদপ্তরের কর্মীরা সেখানে যায়। যদিও ৮১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম হওয়া বর্ধমানের প্রত্যয় ভট্টাচার্য বলেন, ‘আক্রমণ দূরের কথা আমি কুমির দেখতেই পাইনি। আসলে আমার লক্ষ্য ছিল আমি প্রথম হবো সেই ভেবে আমি এক চিন্তায় এগিয়ে গিয়েছি।’এবিষয়ে লালবাগের এক বাসিন্দা মারুফ আহমেদ বলেন, ‘কয়েকদিন আগে আমি ভাগীরথী নদীর হাজারদুয়ারি ঘাটে বাচ্চা সহ ঘড়িয়াল দেখেছিলাম। হয়তো সেই ঘড়িয়ালকে কুমির ভেবে আতঙ্ক ছড়াচ্ছে। সেই আতঙ্ক মানুষের মধ্যে এখনো রয়েছে। যদিও পরবর্তীতে সেই কুমিরটির আর দেখা মেলেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct