দেবাশীষ পাল, মালদা, আপনজন: ঘনঘন লোডশেডিং। তার উপরে চার দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা গ্রামে। মালদহের পুরাতন মালদা ব্লকের নিত্যানন্দপুর এলাকার ঘটনা। জানা যায় ,পুরাতন মালদা ব্লকের নিত্যানন্দপুর, নাগেশ্বরপুর এবং সাহাপুর এলাকায় তিন দিন ধরে বিদ্যুৎ নেই। ফলে প্রচন্ড গরমে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। তার সঙ্গে প্রচন্ড এই গরমে গোটা গ্রাম জুড়ে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। প্রতিবাদে গ্রামবাসীরা বিদ্যুৎ পরিষেবা ও পানীয় জলের দাবি জানিয়ে রবিবার সকালে নিত্যানন্দপুরের মহিলারা হাতে বালতি নিয়ে বিক্ষোভ ফেটে পড়ে। গ্রামের মহিলাদের অভিযোগ এলাকায় প্রায় ৩০০ থেকে ৪০০ টি পরিবারের বসবাস। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটিমাত্র ট্রান্সফরমার উপরে ইলেকট্রিক পরিষেবা গ্রামে দেওয়া হয়। কিন্তু সেই ট্রান্সফরমার একটু বৃষ্টি বা একটু বাতাস বইলেই এলাকায় ঘন ঘন লোডশেডিং হয়। বারবার বিদ্যুৎ দপ্তরকে বলা সত্ত্বেও এর কোন সূরাহা হয়নি। গত চার দিন ধরে এলাকায় ঘন ঘন লোডশেডিং। পাশাপাশি এলাকায় পানীয় জল ঠিকমতো আসে না । বিদ্যুৎ না থাকলে পানীয় জল বন্ধ হয়ে পড়ছে। ঘন্টার পর ঘন্টা পানীয় জলের আশায় গ্রামের মানুষদের বসে থাকতে হয়। তাই অবিলম্বে পানীয় জল ও বিদ্যুৎ ট্রান্সফর্মার নতুন লাগানোর দাবি জানিয়েছেন গ্রামের বাসিন্দারা। পাশাপাশি তাদের দাবি যদি না মানা হয় তাহলে পুরাতন মালদা ব্লক অফিস ঘেরাও করার পাশাপাশি বৃহত্তর আন্দোলনে যাওয়ারও সিদ্ধান্ত নিচ্ছেন গ্রামবাসীরা।মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বাবলা সরকার জানান, এলাকায় বিদ্যুৎ ও জলের সমস্যা রয়েছে ।তবে এ বিষয়ে বিদ্যুৎ ও পি এইচ ডি বিষয়টি দেখছে। মালদা জেলা বিদ্যুৎ দপ্তরের রিজনাল ম্যানেজার উজ্জ্বল রায় বলেন, বিদ্যুতের উৎপাদন ঘাটতি শুধু মালদায় না ,গোটা রাজ্যেই এই সমস্যা রয়েছে। তবে এর সমস্যার সমাধান খুব শীঘ্রই হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct