অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: রাস্তায় হারিয়ে যাওয়া টাকার ব্যাগ ফিরিয়ে দিল পুলিশ। হারিয়ে যাওয়া টাকার ব্যাগ ফিরে পেয়ে স্বভাবতই খুশি সেটির প্রকৃত মালিক। পাশাপাশি এর জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন পুলিশ প্রশাসনকে।জানা গিয়েছে, ওই মানিব্যাগটির প্রকৃত মালিক এর নাম বাবরআগ মুন্সী। তিনি পেশায় একজন গাড়ি চালক। রবিবার সকালে হিলি থেকে পতিরামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় তার পকেট থেকে মানিব্যাগটি পড়ে যায়। বিষয়টি তিনি সেই সময় বুঝতে পারেননি। বাড়িতে ফিরেই তিনি দেখেন তার পকেটে মানি ব্যাগ নেই। এর পরেই হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন চারিদিকে। শেষে ত্রাতা হলেন ট্র্যাফিক পুলিশ। ডিএসপি ট্রাফিক বিলল মঙ্গল সাহা এদিন টাকার ব্যাগ ফিরিয়ে দেন বাবরের হাতে।বালুরঘাট ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার ডেবরা মোড় এলাকায় নাকা চেকিং করছিল বালুরঘাট সদর ট্রাফিকের কর্তব্যরত পুলিশ। সেখানেই একটি মানিব্যাগ পড়ে থাকার বিষয়টি নজরে আসে কর্তব্যরত পুলিশের। এরপর সেই মানিব্যাগ খুলে তারা দেখতে পান মানিব্যাগের ভেতরে কিছু টাকা, গাড়ির আরসি বুক এবং একটি ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এরপরই তাঁরা গাড়ির আরসি বুক টি থেকে অনলাইন একটি অ্যাপস এর মাধ্যমে ওই মানিব্যাগের প্রকৃত মালিকের খোঁজ পান এবং তার মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং তার সাথে যোগাযোগ করেন। উপযুক্ত প্রমাণসহ বালুরঘাট সদর ট্রাফিক পুলিশের সাথে যোগাযোগ করতে বলেন তাকে।এবিষয়ে ডিএসপি ট্রাফিক বিলল মঙ্গল সাহা জানান, এএসআই অমিত বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্মীদের উপস্থিতিতে নাকা চেকিং চলছিল ডাবরা এলাকায়। সেখানেই তাঁরা একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখেন যেটির ভেতরে ড্রাইভিং লাইসেন্স ,আরসি বুক ও ৩৮২০ টাকা ছিল। এরপরেই তাঁর পরিবহন অ্যাপস এর মাধ্যমে ওই মানি ব্যক্তির প্রকৃত মালিকের নাম, পরিচয় ও মোবাইল নাম্বার জানতে পারেন এবং সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করেন। সেই ব্যক্তিকে উপযুক্ত প্রমাণসহ আমাদের সাথে যোগাযোগ করার কথা বলা হয়। আমরা সব পরিচয় পত্র মিলিয়ে দেখি তিনি সেই ব্যক্তি। এর পরে তার সমস্ত কিছু তাকে ফিরিয়ে দেয়া হয়।অন্যদিকে, এ বিষয়ে বাবরাগ মুন্সি জানান, ‘খুব ভালো লাগছে হারিয়ে যাওয়া সবকিছু ফিরে পেয়ে ।ট্রাফিক পুলিশকে অসংখ্য ধন্যবাদ।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct