আপনজন ডেস্ক: সমালোচনার মুখে চলতি বছরের নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান যোগ দিতে রাশিয়া ও বেলারুশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে নোবেল ফাউন্ডেশন। শনিবার এ কথা জানানো হয়েছে। প্রতিবছর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার বিতরণে সুইডেনের স্টকহোমে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বছর ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া ও বেলারুশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নেয়া হয়। ইরানে বিক্ষোভকারীদের ওপর দমনপীড়নের কারণে দেশটির রাষ্ট্রদূতের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে গত ৩১ আগস্ট নোবেল ফাউন্ডেশন জানায়, তারা আগের মতো নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সব দেশের দূতদের আমন্ত্রণ জানানোর রেওয়াজে ফিরে যাবে। তাদের এই ঘোষণার পরপরই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। সুইডেনের বেশ কয়েকজন রাজনীতিবিদ জানান, তারা রাশিয়ার রাষ্ট্রদূতের উপস্থিতির জন্য নোবেল পুরস্কারের অনুষ্ঠান বয়কট করবেন। এসব রাজনীতিবিদের মধ্যে দেশটির মধ্য, সবুজ, বাম ও উদারপন্থী দলের নেতারা রয়েছেন। এই পটভূমিতে এক বিবৃতিতে নোবেল ফাউন্ডেশন জানায়, তারা বিশ্বাস করে, নোবেল পুরস্কারের মূল্যবোধ ও বার্তা যতদূর সম্ভব সবার কাছে পৌঁছে দেওয়া জরুরি। সে কারণেই তারা গত বছরের বর্জনের সিদ্ধান্ত বাতিল করতে চেয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct