নিজস্ব প্রতিবেদক, বনগাঁ, আপনজন: রাজ্যে ক্রমশই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা । তারই মধ্যে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ ব্লকের আকাইপুর গ্রাম পঞ্চায়েতের আইটপাড়া এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হল বছর একুশের মেয়ে চৈতি বিশ্বাসের। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত বুধবার থেকে চৈতি বিশ্বাস জ্বরে আক্রান্ত হয়েছিল। এরপর স্থানীয় চিকিৎসকের মাধ্যমে তার চিকিৎসা চলছিল। শনিবার সকালে অবস্থার অবনতি হলে তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই গভীর রাতে বনগাঁ মহকুমা হাসপাতালে মৃত্যু হয় চৈতির । শোকের ছায়া নেমে আসে পরিবারে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় পঞ্চায়েতের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধের জন্য কোন ব্যবস্থা নেওয়া হয় না। আইট পাড়া এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য সুদীপ বিশ্বাস বলেন ,পঞ্চায়েতের উদাসীনতার কারণে এই মৃত্যু হল। পঞ্চায়েতের পক্ষ থেকে ডেঙ্গু নিয়ে কোনরকম ব্যবস্থা নেওয়া হয় না। যদিও পঞ্চায়েতে পক্ষ থেকে জানানো হয়েছে এই অভিযোগ মিথ্যা। পরিবার যথাযথ সময় হাসপাতালে নিয়ে গেলে এই মৃত্যু রোখা যেত। বিরোধী দলগুলি রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য সমস্ত দায় চাপাচ্ছে পঞ্চায়েতের ওপর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct