আপনজন ডেস্ক: গত বছরের ৭ সেপ্টেম্বর শুরু হওয়া কন্যাকুমারী-টু-কাশ্মীর ভারত জোড়ো যাত্রার বর্ষপূর্তিতে জেলা স্তরে ভারত জোড়ো পদাযাত্রার আয়োজন করতে চলেছে কংগ্রেস। রাহুল গান্ধী এবং দলের বেশ কয়েকজন নেতা ৪,০০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলার মধ্য দিয়ে দেশব্যাপী পদযাত্রার সূচনা করার পরিকল্পনা করছে কংগ্রেস।কংগ্রেস জানিয়েছে, গত বছরের ৭ সেপ্টেম্বর ভারত জোড়ো যাত্রা শুরুর এক বছর পূর্তি উপলক্ষে জেলা স্তরে রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার। চলবে বিকাল পাঁচটা থেকে ছটা অবধি। এই ২০২২ সালের ৭ সেপ্টেম্বর কন্যাকুমারীতে এই যাত্রা শুরু করেন গান্ধী। চলতি বছরের ৩০ জানুয়ারি গান্ধী শ্রীনগরে তাঁর উচ্চাভিলাষী ১৪৫ দিনের যাত্রা শেষ করেন। তিনি বলেন, ‘আমি নিজের জন্য বা কংগ্রেসের জন্য নয়, দেশের মানুষের জন্য এই যাত্রা করেছি। শ্রীনগরের শের-ই-কাশ্মীর ক্রিকেট স্টেডিয়ামে আন্তঃদেশীয় পদযাত্রার চূড়ান্ত সমাপ্তি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে রাহুল গান্ধি বলেছিলেন, আমাদের লক্ষ্য সেই আদর্শের বিরুদ্ধে দাঁড়ানো, যা এই দেশের ভিত্তি ধ্বংস করতে চায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct