আপনজন ডেস্ক: কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি জ্বরে আক্রান্ত হয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।এর আগে ২০২৩ সালে দু’বার হাসপাতালে ভর্তি হয়েছেন সোনিয়া গান্ধি। ২০২৩ সালের ১২ জানুয়ারি দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন তিনি। ২০২৩ সালের ১৭ জানুয়ারি তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।২০২৩ সালের ২ মার্চ জ্বরে আক্রান্ত হয়ে সোনিয়া গান্ধিকে একই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, সোনিয়া কিছুদিন ধরে তাঁর বুকের সংক্রমণজনিত সমস্যার কথা বলে আসছিলেন। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার (চেকআপ) জন্য তাঁকে ভর্তি করা হয়েছে। ৭৬ বছর বয়সী কংগ্রেস নেত্রী সোনিয়া উত্তরপ্রদেশের রায়বেরেলির সংসদ সদস্য। তিনি সম্প্রতি কাশ্মীরের শ্রীনগর সফর করেন। সর্বশেষ তিনি মুম্বাইয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র তৃতীয় বৈঠকে অংশ নেন। সঙ্গে ছিলেন পুত্র রাহুল গান্ধিও। দুই দিনের এই বৈঠক সেরে তিনি গত শুক্রবার নয়াদিল্লি ফেরেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct